Sunday, November 9, 2025

পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan) প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৪১ জন। তবে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গুরুতর আহত আরও ৭ জন। এদিন যাত্রীবাহী বাসটিতে (Public Bus) প্রায় ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাচ্ছিল বাসটি। রবিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন দ্রুতগতিতে ইউ-টার্ন (U Turn) নিচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের পিলারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

অতিরিক্ত পুলিশ কমিশনার হামজা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক শিশু-সহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসের জানলা দিয়ে টেনে তাঁদের বের করা হয়। তবে মৃতদেহগুলির অবস্থা এমন, তাদের চিহ্নিত করা যাচ্ছে না। মৃতদেহগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য করাচি নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দ্রুত গতিতে চলমান বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেন। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেঞ্জো এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version