Monday, May 5, 2025

পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan) প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৪১ জন। তবে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গুরুতর আহত আরও ৭ জন। এদিন যাত্রীবাহী বাসটিতে (Public Bus) প্রায় ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাচ্ছিল বাসটি। রবিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন দ্রুতগতিতে ইউ-টার্ন (U Turn) নিচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের পিলারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

অতিরিক্ত পুলিশ কমিশনার হামজা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক শিশু-সহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসের জানলা দিয়ে টেনে তাঁদের বের করা হয়। তবে মৃতদেহগুলির অবস্থা এমন, তাদের চিহ্নিত করা যাচ্ছে না। মৃতদেহগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য করাচি নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দ্রুত গতিতে চলমান বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেন। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেঞ্জো এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version