শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির কুন্তল ঘোষ ।তাকে বহিস্কার করতে পারে তৃণমূল। তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলল । রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দেন সায়নী ঘোষ। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তদন্ত চলছে। কিন্তু এ কথা কখনই বলব না, আমি কুন্তল ঘোষকে চিনি না। আমার সঙ্গে ওকে একাধিক ছবিতে দেখা গিয়েছে, সেটাও জানি।
উল্লেখ্য, চিনার পার্কে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পর গত ২১ জানুয়ারি তাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি হেফাজতে রেখেই জেরা করা হচ্ছে তাকে। প্রথম দিকে ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছিলেন কুন্তল ঘোষ। তবে টানা জেরায় ভেঙে পড়েন তিনি।