Tuesday, August 12, 2025

কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা! অল্পের জন্য বড়সড় দুর্ঘট*না থেকে রক্ষা

Date:

লখনউ (Lucknow) থেকে কলকাতাগামী (Kolkata) বিমানে পাখির ধাক্কা। রবিবার লখনউ চৌধুরি চরণ সিং বিমাবন্দরের (Chaudhury Charan Singh Airport) রানওয়েতে (Runway) ঠিক ওড়ার মুখেই ঘটে বিপত্তি। এরপরই পাখির সঙ্গে ধাক্কার কারণে জরুরি অবতরণ (Emergency Landing) করাতে হয় বিমানটিকে। তবে এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। বর্তমানে যাত্রীদের অন্য ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে এয়ার এশিয়া (Air Asia) সংস্থার ওই বিমানের উড়ান। এদিন সকাল ১১টা নাগাদ রানওয়েতে বিমানে ধাক্কা দেয় একটি পাখি। তারপরেই চালক এয়ার এশিয়া সংস্থার বিমানের উড়ান বন্ধ করে দেন। বিমানটি উপরে ওঠার ঠিক আগের মুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানটিকে আবার বে-তে ফিরিয়ে আনা হয়। তবে যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামানো সম্ভব হয়েছে বলে খবর।

এদিকে এয়ারলাইন্স প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। এয়ার এশিয়ার ফ্লাইট নম্বর I5-319 বিমানটিতে ক্রু সদস্য (Crew Members) সহ মোট ১৮০ জন যাত্রী ছিলেন। লখনউ বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে দীর্ঘক্ষণ পর বিকল্প ব্যবস্থা করে বিমান সংস্থাটি। এদিকে বিমানে থাকা কয়েকজন যাত্রী দুর্ঘটনার ভিডিও ও ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

 

 

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version