Saturday, May 3, 2025

শেষ দিনেও অসংশোধিত ‘ভারত জোড়ো’ বানান! বাংলার গুরুত্ব নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস

Date:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) পাঁচ মাস অতিক্রান্ত। শুধু কন্যাকুমারী (Kanyakumari) থেকে কাশ্মীরই (Kashmir) নয়, দেশ ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পদযাত্রায় সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। বাদ যায়নি বাংলাও। বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে চব্বিশের নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিতে দেখা যায় সোনিয়া তনয় রাহুলকে। কিন্তু ভারত জোড়ো যাত্রার বাংলা বানানেই (Spelling Mistake) যে ভুল। আর দীর্ঘ পাঁচ পাঁচটি মাস কেটে গেলেও তা সংশোধনের (Correction) বিষয়ে কোনও হেলদোলই নেই কংগ্রেসের (INC)। সোমবারই সমাপ্তি ঘটবে ভারত জোড়ো যাত্রার। যদিও বাংলার ট্যাবলোয় (Tableau) এই বানানে কোনও ভুল নেই। কিন্তু কেন্দ্রীয় স্তরে সেই ভুল রয়েই গেল। যার জেরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন এই ভুল কী সংশোধন করা সম্ভব হল না? নাকি তা করা হল না?

২০২২ সালের ২৩ অগাস্ট! ২৪, আকবর রোডে কংগ্রেসের সদর দফতর থেকে ভারত জোড়ো যাত্রার লোগো (Logo), ট্যাগলাইন (Tagline), ওয়েবসাইট (Website) ও থিম সংয়ের (Theme Song) উদ্বোধন করেছিলেন স্বয়ং রাহুল গান্ধী। প্রথম দিনেই বিভিন্ন ভাষায় প্রকাশিত লোগোতে প্রথমে জায়গা পায়নি বাংলা হরফ। পরবর্তীতে অবশ্য অন্য ভাষার সঙ্গে ব্যবহার হতে শুরু করে বাংলা লোগোও। শুরুর দিন থেকেই যাতে ছিল ভুল। ‘ভারত জোড়ো’র বদলে লেখা হয় ‘ভারত জড়ো’। আর সেই বানান শেষদিন পর্যন্ত রয়েই গেল। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন পুরোটাই কী আইওয়াশ (Eye Wash)? রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) ভারত জোড়ো যাত্রায় বহু রাজনৈতিক দল ও তাঁর হাইকম্যান্ডদের আমন্ত্রণ জানালেও বাংলা বানানেই বড়সড় ভুল।

তবে প্রথম দিকেই যাত্রার সঙ্গে জড়িত শীর্ষ নেতৃত্বের নজরে তা নিয়ে আসা হয়। তবে নেতারা আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তা শুধরে নেওয়া হবে। এরপর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু ভারত জোড়ো যাত্রা। কেটে গিয়েছে ১৪৪ দিন। ১২ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫ জেলায় প্রায় চার হাজার কিলোমিটার অতিক্রম করেছে যাত্রা। তবু বাংলা হরফের ছোট্ট ভুল ঠিক করে উঠতেই পারল না কংগ্রেস। যা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গে গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত পদযাত্রা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই ট্যাবলোয় বানান ঠিক থাকলেও কেন্দ্রীয় ট্যাবলোয় ‘ভারত জড়ো’ বানানই বুঝিয়ে দিল রাহুল গান্ধীদের কাছে বাংলার গুরুত্ব ঠিক কতখানি।

 

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version