Sunday, November 9, 2025

এবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলের পরিবার, দুপুরে চুরি করে রাতে মজার whatsapp

Date:

এবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলেরএবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলেরএবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলের বার্নপুরের এক পরিবার। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী? একটু খোলাসা করে বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের সূর্যনগরের এই ঘটনা জানার পর তাজ্জব হয়ে গেছে পুলিশও।

দুপুরে বাড়ি ফাঁকা রেখে সবাই গিয়েছিলেন প্রতিবেশীর নিমন্ত্রণ রক্ষা করতে। আর সেই সুযোগে গয়নাগাটি চুরি করে চম্পট দিয়েছে চোর। তার পর রাতে ব্যবসায়ীকে হোয়াটসঅ্যাপে বার্তায় ‘হুমকি’। সেই সঙ্গে চ্যালেঞ্জও ছুড়ে চোরের ম্যাসেজ, ‘‘তুই আমার নম্বর ট্র্যাক করতে পারবি না!’’

গত শনিবার হিরাপুর থানায় এমনই এক কাণ্ডের লিখিত অভিযোগ দায়ের হয়েছে । হিরাপুরের এসিপি প্রতীক রায় বলেন, ‘‘পুলিশ তদন্ত শুরু করেছে। চোরকে শীঘ্রই ধরা হবে। তদন্ত অনেকটাই এগিয়েছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি সূর্যনগরের বাসিন্দা পরিবহণ ব্যবসায়ী রাজেশ গুপ্তের বাড়ি থেকে নগদ কয়েক হাজার টাকা আর প্রায় ৬ লক্ষ টাকা গয়না চুরি যায়। ব্যবসায়ীর অভিযোগ, দুপুর ২টো নাগাদ তাঁর বাবা বাড়ি ফিরে দেখেন পিছন দিকের দরজা ভাঙা। বেরোনোর রাস্তায় কিছু গয়না ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। রাজেশের দাবি, ঘটনার দিনই রাত ৯টা নাগাদ তাঁর ফোনের হোয়াটসঅ্যাপে ৫টি ‘মেসেজ’ ঢোকে। তাতে লেখা, মজা আসলো চুরিটা করে। ভালই টাকা পেয়েছি। ৬ লাখ টাকা। তুই নম্বরটা ট্র্যাক করতে পারবি না। আমি প্রচুর চালু। আমি তোর পুরো অটোবায়োগ্রাফি জানি। শয়তানের নজর সবার উপর থাকে। রাজেশের দাবি, এক বার নয়, ৩-৪ দিন ধরে লাগাতার রাতে হোয়াটসঅ্যাপ বার্তায় এই সব লিখেছে চোর!

ইতিমধ্যেই বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে পুলিশ। নেওয়া হয়েছে তাঁদের বয়ান। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যবসায়ীর পরিবারের পরিচিত কেউ এই কাণ্ড ঘটিয়েছেন! তদন্তকারীরা জানিয়েছেন, এই চোরকে ধরার জন্য তদন্তকারীরাও ভীষণ ভাবে উদ্‌গ্রীব। কারণ, শুধু বাড়ির মালিক নয়, খোদ পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়েছে চোর। এখন দেখার চোর পুলিশ এই খেলায় কে শেষ হাসি হাসে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version