Wednesday, August 27, 2025

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আজই প্রথম সংসদের বাজেট অধিবেশনের যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী অঙ্ক মাথায় রেখে রাষ্ট্রপতির মুখ দিয়ে আজ দেশবাসীকে কী বার্তা দেন সেটাই দেখার।

আরও পড়ুন:কেন্দ্রের কোষাগারে মুনাফার অঙ্ক বাড়াতে রেশনে “গরিবের চাল-গম” বন্ধ করল মোদি সরকার

বাজেট বরাবরই টাকা পয়সার হিসাবের পাশাপাশি সরকারের রাজনৈতিক দর্শন, কৌশলের লিখিত বয়ান।সামনেই লোকসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী তাঁর ভাবনা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রীকে। আগামীকাল বুধবার মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদের প্রথম দফার বাজেট অধিবেশন। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রক জানিয়েছে, আগামী ১৩ মার্চ ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটে কী বলেন সেই ব্যাপারে আগ্রহ তুঙ্গে।

সোমবার রুটিন সর্বদলীয় বৈঠকে একাধিক বিরোধী দল গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে ওঠা শেয়ার মূল্য জালিয়াতির অভিযোগের বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি নথিভুক্ত করেছে। সরকারের তরফে বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও। বিবিসির তথ্যচিত্র নিয়ে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কেও আলোচনা চেয়েছে কয়েকটি দল। সরকারের তরফে সংসদীয় মন্ত্রী আশ্বাস দেন, সংসদের বিধি মেনে আলোচনার বিষয় স্থির করা হবে।
বিজেপির একাংশের আশঙ্কা, ময়দানে বিরোধীদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও সংসদে সরকারের বিরুদ্ধে তারা জোট বাঁধবে। বিবিসির তথ্যচিত্র এবং আদানিদের বিরুদ্ধে অভিযোগ, দুটি ব্যাপারেই বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করার চেষ্টা চালাবে। গুজরাত দাঙ্গার সঙ্গে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীর নাম জুড়ে আছে। আবার আদানিও ব্যক্তি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ।

এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে সহায়ক হতে পারে নির্মলার বাজেট ঘোষণা। পাশাপাশি, ২০২৩ সালে ১০টি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনও জনমোহিনী প্রকল্প ঘোষণা করেন কি না, সে দিকেও তাকিয়ে রয়েছে দেশ। আগামী বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে পারেন অর্থমন্ত্রী।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version