Friday, November 7, 2025

ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট: বাজেট অধিবেশনের আগে বার্তা মোদির

Date:

আগামিকাল অর্থাৎ বুধবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট(Budget Session) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala Sitaraman)। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) ভাষণের পর পেশ হতে চলেছে এই বাজেট। তবে তার আগে বাজেটের সুর বেধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়ে দিলেন, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।

এদিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিশ্বজুড়ে আর্থিক মন্দার মধ্যে সকলের নজর ভারতের দিকেই। বিজেপি সরকারের বাজেটই আশার আলো দেখাবে। সাধারণের কথা ভেবেই বাজেট তৈরি হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের একটাই লক্ষ্য, ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট। অর্থাৎ সবার আগে দেশ, সবার আগে দেশবাসী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিত ভাবে সেই কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন।” পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অর্থমন্ত্রীও একজন মহিলা। আরও একবার তিনি বাজেট পেশ করবেন। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ভারতই নয়, গোটা বিশ্বের নজর থাকবে বুধবারের বাজেটের দিকে।”

এছাড়া এদিন সংসদে যৌথ অধিবেশনের ভাষণে আত্মনির্ভরতার উপর জোর দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন, ২০৪৭ সালের মধ্যে এমন ভারত গড়তে হবে, যা অতীত গৌরব আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়ে উঠবে। আত্মনির্ভর, দারিদ্র মুক্ত, যুবশক্তিতে ভরপুর ভারত তৈরিই লক্ষ্য। এরপরই যোগ করেন, বিগত কয়েক বছরে দেশে অনেক পরিবর্তন হয়েছে। গোটা বিশ্বের ভারতকে দেখার নজর বদলে গিয়েছে। বর্তমানে দুনিয়ার নানা সমস্যা সমাধানের মাধ্যমে পরিণত হয়েছে ভারত। রাষ্ট্রপতির মুখে উঠে আসে এলওসি থেকে এলএসিতে ভারতীয় সেনার পরিক্রম, মোদি সরকারের তিন তালাকের বিলোপ, একদেশ এক রেশন কার্ডের মতো পদক্ষেপের বিষয়গুলি।

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...
Exit mobile version