Saturday, May 3, 2025

দেশ জুড়ে বাজেট (Central Budget 2023 -24 )নিয়ে তুঙ্গে চর্চা। কেন্দ্রীয় ২০২৩-২৪ অর্থবর্ষে এবারের বাজেটে একাধিক জিনিসের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে ভোটমুখী বাজেটে ফের পাত্তা পেল না বিনোদন। একটা শব্দও উচ্চারণ করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। কিন্তু সত্যিই কি বিনোদন জগতের এই বাজেট থেকে কিছু প্রত্যাশা ছিল? সহজ উত্তর ‘না’। কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) প্রতিমুহূর্তে সিনে জগতের কাজকর্মে ব্যঘাত ঘটাতে সিদ্ধহস্ত বলেই মনে করেন ফিল্ম সমালোচকরা । একের পর এক বয়কট ট্রেন্ডে কার্যত কুপোকাত করার চেষ্টা হল বিনোদন জগতকে। সাম্প্রতিক অতীতেও সেই ছবি ধরা পড়েছে। এরপর বুধবারের বাজেটে কেন্দ্রীয় বরাদ্দের কিছু আদৌ বিনোদন জগতের (Entertainment Industry) ভাগ্যে জোটে কী না তা জানতে চেয়েছিল সিনে দুনিয়া (Cine Industry)। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি, এক পয়সাও বরাদ্দ পেল না বলি-টলি-টেলি।

বাজেটে বরাবরই অবহেলিত বিনোদন জগত। আজ পর্যন্ত কোন সরকারই অন্যান্য শিল্পের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিয়ে দেখেনি । মোদি সরকারের এই বাজেটেও সেই ঘটনাই ঘটল। অর্থমন্ত্রী প্রায় ঘন্টা দেড়েক ধরে বাজেট পেশ করলেন। অথচ একটা শব্দও বের করলেন না বিনো দুনিয়া নিয়ে। প্রতিবছর বাজেটের আগেই বিনোদন জগত, তা সে টেলিভিশন হোক, সিনেমা হোক বা ওটিটি, সরকারের কাছে নতুন কিছু শোনার আশায় বসে থাকে ৷ মোদি সরকারের দ্বিতীয় পর্বে এটাই শেষ বড় বাজেট পেশ হল। বিনোদন জগতের জন্য় কিছু সুরাহার ব্যবস্থা করা হবে বলে আশা করেছিলেন সকলেই। কিন্তু সেখানেও নিরাশ হতে হল তারকাদের।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version