Thursday, November 13, 2025

আজ পেশ হয়েছে বাজেট।আর এই বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, এই বাজেট একেবারে ছদ্মবেশী বাজেট। এই বাজেট রাবণের বাজেট। তাঁর সাফ কথা,আয়করে ছাড় একটা চমক। যারা মধ্যবিত্ত, যারা আয়কর দেন, এতে তাদের কোনও সুরাহা হবেনা।কারণ, মুদ্রাস্ফীতি এবং আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার কোনও ওষুধ এই বাজেটে নেই।

কুণাল বলেন, এই বাজেট শ্রমজীবী কৃষিজীবী মানুষ বিরোধী বাজেট। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে আকর্ষণ করার জন্য কিছু চমক রাখা হয়েছে, আদতে বাজেটে কিছু নেই। মুদ্রাস্ফীতি কমানোর কোনও পথই এই বাজেটে দেখানো হয়নি। যে টাকা কেন্দ্র দেবে না সেটা বাজেটে দেখিয়ে সস্তা হাততালি পাওয়ার চেষ্টা। এদিন ফের কুণাল দাবি করেন, কয়েকটি দফতরকে নামানো হয়েছে টাকা তোলার জন্য। রাজ্যের উন্নয়নের ধারাকে কপি করার চেষ্টা করছে কেন্দ্র।

তার কটাক্ষ, যে টাকা দেওয়া হবে না সেই টাকা বাজেটে বরাদ্দ করে একদিনের প্রচার । এটা মিথ্যা প্রতিশ্রুতি, এটা দিশাহীন বাজেট। কুণাল বলেন, পেট্রোল-ডিজেল- রান্নার গ্যাস-সারের দাম ক্রমেই বাড়ছে। সেই দাম নিয়ন্ত্রণের কোনও নিশানা নেই এই বাজেটে। কেন্দ্রীয় সরকার যে টাকাটা ছাড়ের ভান করছে তার চারগুণ টাকা অন্যভাবে সেই মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছে।এই বাজেট একেবারে ছদ্মবেশী বাজেট, রাবণের বাজেট।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version