Thursday, August 28, 2025

হাইকোর্টে ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI)। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানিতে এবার সিবিআইকে ধুইয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) দুটি পাসপোর্ট উদ্ধার হয়েছে বলে এদিন কোর্টকে জানায় CBI-এর আইনজীবী। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কার্যত তোপ দাগেন বিচারপতি। তিনি জানান, এভাবে একের পর এক দুর্নীতি হয়ে চলেছে অথচ তদন্তভার হাতে নিয়েও আসল বিষয়ের ধারে কাছেও পৌঁছতে পারছেন না অফিসারেরা। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে (CBI)সরাসরি প্রশ্ন করেন, “কতবার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি, শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি আছে জানেন কি? আমি জানি। এটা তো আমি আগেও বলেছি। সব তদন্ত আমি করলে, তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাস কী করেছেন?” সিবিআইকে (CBI)এভাবেই প্রশ্ন করেন বিচারপতি।

উল্লেখ্য এর আগেও বারবার সিবিআই- এর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিক ভট্টাচার্যের দুটি পাসপোর্ট উদ্ধারের ঘটনায় বিস্মিত বিচারপতি সিবিআই- এর তদন্ত পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। জোড়া পাসপোর্ট উদ্ধার হওয়ার পর বিচারপতির প্রশ্ন করেন, এটা কী করে সম্ভব? রীতিমত ছি ছি বলতে শোনা যায় তাঁকে। আদালতে সিবিআই জানায়, কিছু এসএমএস উদ্ধার করার পাশাপাশি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানিকের কাছ থেকে কিছু সূত্র মিলেছে। এরপরই গর্জে ওঠেন বিচারপতি। তিনি বলেন সব সঠিক ভাবে খুঁজে বের করার দায়িত্ব সিবিআই-এর। তাঁরা কাজ করছেন না কেন, রীতিমত জবাব চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version