পা*চারের আগে উদ্ধার ! হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগে বিপুল সোনার গয়না

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, হাওড়া স্টেশনে রুটিন তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে ওই গয়না উদ্ধার হয়। কিন্তু গয়না নিয়ে যাওয়ার জন্য তাঁর কাছে কোনও বৈধ কাগজ ছিল না।

হাওড়া স্টেশনে (Howrah Station) যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়না (Gold-Silver Jewellery)। বুধবার রাতে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালানোর সময় এক যাত্রীর ব্যাগ থেকে ওই গয়না উদ্ধার করে রেল পুলিশ (Rail Police)। উদ্ধার হওয়া গয়নার মূল্য ৩৬ লক্ষ ৫৮ হাজার ৪৮৫ টাকা। এর মধ্যে ৭৪৩ গ্রাম সোনার ও প্রায় সাড়ে ৬ কেজি রুপোর গয়না রয়েছে।

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, হাওড়া স্টেশনে রুটিন তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে ওই গয়না উদ্ধার হয়। কিন্তু গয়না নিয়ে যাওয়ার জন্য তাঁর কাছে কোনও বৈধ কাগজ ছিল না। তার কথাতেও বিস্তর অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ। এরপরই ওই গয়না বাজেয়াপ্ত করে যাত্রীকে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। কোথা থেকে নিয়ে ওই গয়না নিয়ে ওই ব্যক্তি যাত্রীটি কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleআদানির ভরাডুবিতেও LIC নিরাপদ: লগ্নিকারীদের আশ্বস্ত করে বিবৃতি সংস্থার
Next articleবাজেটে লক্ষ্মীলাভ মেট্রোর, কলকাতার দুই প্রকল্প পেল আড়াই হাজার কোটি