Monday, May 5, 2025

প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে ৪০টি দেশ !

Date:

Share post:

আগামী বছর প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। কিন্তু এই মূহুর্তে যা পরিস্থিতি অন্তত ৪০টি দেশ বয়কট করতে পারে এই অলিম্পিক। পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক জানিয়েছেন, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি দিলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিপুলসংখ্যক দেশের জোট প্যারিস অলিম্পিকে অংশ নেবে না। তবে সম্ভাব্য বয়কটকারীদের সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
জানা গিয়েছে, ২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে চায় আইওসি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোয় রাশিয়া এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ। যুদ্ধে রাশিয়ার সহযোগী বেলারুশকেও বয়কট করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এই পরিস্থিতিতে এই দুটি দেশের খেলোয়াড়দের অলিম্পিকে খেলতে দেওয়ার বিপক্ষে দেশগুলি। তবে আইওসি চায় ‘নিরপেক্ষ পতাকা’য় খেলোয়াড়দের সুযোগ দিতে। এরই মধ্যে একটি পরিকল্পনাপত্র প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে। যার বিষয় ছিল ‘পাসপোর্টের কারণে কোনও ক্রীড়াবিদকে প্রতিযোগিতার বাইরে রাখা উচিত নয়’।
যুক্তরাজ্য সরকারের সাংস্কৃতিক মন্ত্রী মিচেল ডোনেলান বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট প্যারিস অলিম্পিক বয়কটেরই হুমকি দিয়েছেন। পোল্যান্ডের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, শুধু ইউক্রেন নয়, অন্তত ৪০টি দেশ প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে। এরই মধ্যে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ পতাকায় খেলতে দেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে লাটভিয়া, লিথায়ানিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন ইয়ান-পিয়েরে অবশ্য আইওসির পরিকল্পনার পক্ষে তাঁর দেশের সায় আছে বলে জানিয়েছেন। যদিও তিনি বলেছেন, তার আগে এটি নিশ্চিত করতে হবে যেন কোনও খেলোয়াড় রাশিয়া বা বেলারুশের প্রতিনিধিত্ব করতে না পারে। সব মিলিয়ে যা পরিস্থিতি, প্যারিস অলিম্পিক নিয়ে আদৌ জটিলতা কাটবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

spot_img
spot_img

Related articles

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...