প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে ৪০টি দেশ !

২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে চায় আইওসি।

আগামী বছর প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। কিন্তু এই মূহুর্তে যা পরিস্থিতি অন্তত ৪০টি দেশ বয়কট করতে পারে এই অলিম্পিক। পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক জানিয়েছেন, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি দিলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিপুলসংখ্যক দেশের জোট প্যারিস অলিম্পিকে অংশ নেবে না। তবে সম্ভাব্য বয়কটকারীদের সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
জানা গিয়েছে, ২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে চায় আইওসি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোয় রাশিয়া এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ। যুদ্ধে রাশিয়ার সহযোগী বেলারুশকেও বয়কট করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এই পরিস্থিতিতে এই দুটি দেশের খেলোয়াড়দের অলিম্পিকে খেলতে দেওয়ার বিপক্ষে দেশগুলি। তবে আইওসি চায় ‘নিরপেক্ষ পতাকা’য় খেলোয়াড়দের সুযোগ দিতে। এরই মধ্যে একটি পরিকল্পনাপত্র প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে। যার বিষয় ছিল ‘পাসপোর্টের কারণে কোনও ক্রীড়াবিদকে প্রতিযোগিতার বাইরে রাখা উচিত নয়’।
যুক্তরাজ্য সরকারের সাংস্কৃতিক মন্ত্রী মিচেল ডোনেলান বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট প্যারিস অলিম্পিক বয়কটেরই হুমকি দিয়েছেন। পোল্যান্ডের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, শুধু ইউক্রেন নয়, অন্তত ৪০টি দেশ প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে। এরই মধ্যে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ পতাকায় খেলতে দেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে লাটভিয়া, লিথায়ানিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন ইয়ান-পিয়েরে অবশ্য আইওসির পরিকল্পনার পক্ষে তাঁর দেশের সায় আছে বলে জানিয়েছেন। যদিও তিনি বলেছেন, তার আগে এটি নিশ্চিত করতে হবে যেন কোনও খেলোয়াড় রাশিয়া বা বেলারুশের প্রতিনিধিত্ব করতে না পারে। সব মিলিয়ে যা পরিস্থিতি, প্যারিস অলিম্পিক নিয়ে আদৌ জটিলতা কাটবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

Previous articleজলপাইগুড়িতে প্রাক্তন সহকর্মীর বাড়িতে রাজ্যপাল! ৪৬ বছর পর ভাসলেন আবেগে
Next articleপতন অব্যাহত, বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করতে আদানিদের চিঠি বাংলাদেশের