Wednesday, August 27, 2025

আদানি ইস্যুতে ফের উত্তাল সংসদ, সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা

Date:

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের(Hindenbarg Report) রিপোর্ট প্রকাশ্যে আসার পর রক্তক্ষরণ অব্যাহত আদানি গোষ্ঠীর(Adani Group)। করফাঁকি থেকে কারচুপি, এমনকি জালিয়াতির অভিযোগও উঠে এসেছে আদানি গোষ্ঠীর(Adanai Group) বিরুদ্ধে। এই ইস্যুতেই শুক্রবার ফের উত্তাল হয়ে উঠল সংসদ। এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে সংসদের(Parliament) দুই কক্ষে সরব হল বিরোধীরা(Opposition)। এই ইস্যুতে সরকারের কাছে আলচনারও দাবি জানানো হয় বিরোধীদের তরফে। বিক্ষোভের জেরে দুপুর ২.৩০ পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। এবং আগামী সোমবার পর্যন্ত মুলতুবিও করা হয়েছে লোকসভা।

আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে এক ছাতার তলায় এসেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদীয় রণকৌশল তৈরিতে বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিয়েছিল ২০ টি রাজনইতিক দল। শুক্রবারও সকাল ১০ টা নাগাদ বৈঠক ডাকে কংগ্রেস যেখানে উপস্থিত হয় ১৬ টি বিরোধী রাজনৈতিক দল। যেখানে কংগ্রেসের পাশাপাশি উপস্থিত ছিল ডিএমকে, সপা, বিআরএস, আপ, আরজেডি, জেডিইউ, সিপিএম, সিপিআই, এনসিপি সহ অন্যান্য দলগুলি। তবে এই বৈঠকে তৃণমূলের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে কোনও কসুর করবে না বিরোধীরা। সেইমতো এই ইস্যুতে সংসদে আদানি গোষ্ঠীর বিপর্যয় নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধীরা। পাশাপাশি গোটা ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় বিরোধীরা। তুমুল হইহট্টগোলের জেরে আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। পাশাপাশি ২.৩০ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভাও।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version