Saturday, November 8, 2025

মেঘালয় নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী জ*ঙ্গি নেতা!

Date:

বিজেপির(BJP) মান এতটাই নীচে নেমেছে যে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত জেলখাটা প্রাক্তন জঙ্গিকেও টিকিট দিতে পিছু হচ্ছে না তারা। বৃহস্পতিবার মেঘালয়ের সব আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। আর সেখানেই দেখা গেল মুখ্যমন্ত্রী কনরাড সাংমার(Kanrad Sangma) প্রতিদ্বন্দ্বী বিসেবে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছে ২০২২ সালে দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া বার্নার্ড কে মারাককে(Burnad K Marak)।

মেঘালয়ে এনপিপির সঙ্গে জোট ভেঙে একাই নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ৬০ আসন বিশিষ্ট মেঘরাজ্যে প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ টুরা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকিট দেওয়া হয়েছে বার্নাডকে। এছাড়াও অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতাকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে একের পর এক ফৌজদারি মামলায় জর্জরিত বার্নাড। আচিক ন্যাশনাল ভলান্টিয়ার কাউন্সিলের সদস্য হিসাবে বেশ কয়েকটি নাশকতার সঙ্গে জড়িয়েছে বার্নার্ডের নাম। গারোদের জন্য পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এই সংগঠন। তবে ২০১৪ সালে আত্মসমর্পণ করেন বার্নার্ড। সেই সঙ্গে জঙ্গি সংগঠনও ভেঙে দেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে শুরু করেন রাজনৈতিক কেরিয়ার। এরপর অল্প সময়ের মধ্যেই মেঘালয় বিজেপির সহ-সভাপতি পদ পান এই জঙ্গি নেতা। তবে গত বছর জুলাই মাসে টুরায় নিজের বাগানবাড়িতে দেহ ব্যবসা চালানোর অভিযোগ ওঠে বার্নাডের বিরুদ্ধে। ছয় নাবালিকাকে উদ্ধার করা হয় তার বাড়ি থেকে। এরপর পালিয়ে গিয়ে উত্তরপ্রদেশে আশ্রয় নেন বার্নার্ড। সেখান থেকেই গেফতার করা হয় তাকে। মেঘালয় বিধানসভা নির্বাচনে এবার তাঁর উপরেই আস্থা রাখল বিজেপি।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version