Friday, November 14, 2025

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের নায়ক ছিলেন যোগিন্দর শর্মা। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন ৩৯ বছরের যোগিন্দর।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি চারটে করে একদিনের ম্যাচ এবং টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি কেরিয়ারের চারটে টি-২০ ম্যাচই বিশ্বকাপে খেলেছিলেন এবং ইতিহাস রচনা করেছিলেন। ২০০৭ সালে তিনি শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন। আপাতত তিনি হরিয়ানা পুলিশে ডিএসপি পদে রয়েছেন। কয়েকমাস আগেও তিনি হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। ওয়ানডেতে, যোগিন্দর শর্মা ৪.৬ ইকোনমিতে রান খরচ করে ১টি উইকেট নিয়েছিলেন। একই সময়ে, টি-টোয়েন্টি ফর্ম্যাটে যোগিন্দর শর্মা ৯.৫২ ইকোনমিতে রান দেওয়ার পাশাপাশি মোট ৪ উইকেট নিয়েছিলেন। এ ছাড়া যোগিন্দর শর্মা ১৬টি আইপিএল ম্যাচও খেলেছেন। একটা সময় চেন্নাই সুপার কিংসের দলে ছিলেন তিনি।

শুক্রবার টুইটারে যোগিন্দর শর্মা একটি চিঠির প্রতিলিপি শেয়ার করেছেন। আসলে চিঠিটা তিনি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠিয়ে এই অবসরের কথা ঘোষণা করেন।বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিখেছেন, কেরিয়ারের চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস এবং হরিয়ানা সরকারকে ধন্যবাদ। একদিকে তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বটে, তবে বিকল্প রাস্তা খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এখনও ক্রিকেটপ্রেমীদের কাছে টাটকা সেদিনের স্মৃতি। ২০০৭ টি-২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ১৫৭ রান করেছিল। ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ছয় বলে ১৩ রান প্রয়োজন পাকিস্তানের। ইনিংসের শেষ ওভারটি যোগিন্দর শর্মাকে দেন অধিনায়ক এমএস ধোনি। মিসবাহ-উল-হককে আউট করে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন যোগিন্দর। এই ম্যাচটি ছিল যোগিন্দর শর্মার কেরিয়ারের সবচেয়ে বড় ম্যাচ।

 

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version