Tuesday, August 26, 2025

শেষ চার বছর অর্থাৎ ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত ২১ বার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। সরকারি তথ্য বলছে, মোদি ২০১৯ থেকে মোট ২১ বার বিদেশ যাত্রায় গিয়েছেন, যেজন্য তাঁর দেশের খরচ হয়েছে ২২.৭৬ কোটি টাকা! ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি মোট ৮টি সফর করেছেন। এজন্য দেশের খরচ হয়েছে ৬.২৪ কোটি টাকা। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে “মিনিস্টার অফ স্টেট ফর এক্সটারনাল অ্যাফেয়ার্স” ভি মুরলীধরন লিখিত ভাবে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন:পিএসজির হয়ে গোল করে রোনাল্ডোকে টপকে গেলেন মেসি

সরকারি এই তালিকায় বিদেশমন্ত্রীরও ২০১৯ সাল থেকে ভ্রমণের খরচ-খতিয়ান দাখিল হয়েছে। তাঁর জন্য সরকারের খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা। তবে তাঁর ট্যুরসংখ্যা সব ৮৬টি! কিন্তু ভ্রমণ সংখ্যায় বিদেশমন্ত্রীর চেয়ে পিছিয়ে থাকলেও খরচের বহরে প্রধানমন্ত্রীই তালিকার শীর্ষে। প্রায় ২৩ কোটি টাকা সরকারের খরচ হয়েছে শুধু প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের খরচ জোগাতেই! ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী জাপান গিয়েছেন ৩ বার, মার্কিন যুক্তরাষ্ট্রে ২বার, সংযুক্ত আরব আমিরশাহিতেও ২বার।


২০১৯ সাল থেকে রাষ্ট্রপতির ভ্রমণের যে খতিয়ান মিলেছে তাতে দেখা গিয়েছে প্রেসিডেন্ট বিদেশ ভ্রমণ করেছেন মোট ৮ বার। তবে তার মধ্যে ৭টি ট্যুরই করেছেন পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু করেছেন মাত্র একটি অ্যাব্রড ট্রিপ। দ্রৌপদী মুর্মু গত সেপ্টেম্বর মাসে ব্রিটেন সফরে গিয়েছিলেন।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version