Friday, August 22, 2025

জীবনের শ্রেষ্ঠ জনসভা! কেশপুরে ব্রিগেডের মতো বড় সভা দেখে মন্তব্য অভিষেকের

Date:

“এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জনসভা।” শনিবার কেশপুরের সভা যেন ব্রিগেড! শেষ কবে এত বড় জনসভা দেখেছে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) মনে করেও কেউ বলতে পারছেন না। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে কেশপুরের আনন্দপুর স্কুল মাঠের জনসভাকে তাঁর জীবনের শ্রেষ্ঠ জনসভা বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিনের সভাকে ঘিরে প্রায় ভেঙে পড়েছিল গোটা জেলা। সভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি অনেক জায়গায় সভা করেছি। কোচবিহার থেকে কাকদ্বীপ। নির্বাচন ছাড়াও বিভিন্ন সময় মানুষের কাছে গিয়েছি। কিন্তু, আমি মনে করি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জনসভা। আমি এত বড় জনসভা কোনওদিন দেখিনি”।

সব জনসভাকে ছাপিয়ে গিয়েছে এই জমায়েত। অভিষেক বলেন, “আমি দেখেছি পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তায় লোক রয়েছে। মাঠে যা লোক রয়েছে তার থেকে পাঁচগুণ লোক রাস্তায় রয়েছে। তাঁরা মাঠে ঢুকতেই পারেননি। আমি সকাল ১১টা থেকে এই ছবিটা পাচ্ছিলাম। দেখছিলাম তখন থেকেই মানুষ সভাস্থলে আসতে শুরু করে দিয়েছিল। সাড়ে বারোটা, একটা নাগাদই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেক কথাই বলা হয়। যাঁরা এ সব এতদিন বলে এসেছে আজকের জনসভা তাঁদের জন্য সবচেয়ে ভালো উত্তর। এরপর বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই সভা দেখিয়ে দিল কেশপুরের মাটি, মা-মাটি-মানুষের ঘাঁটি।

আরও পড়ুন- School Uniform: স্কুল ইউনিফর্ম পেতে চলেছে রাজ্যের ১ কোটি ১০ লক্ষ পড়ুয়া

 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version