Wednesday, November 12, 2025

জীবনের শ্রেষ্ঠ জনসভা! কেশপুরে ব্রিগেডের মতো বড় সভা দেখে মন্তব্য অভিষেকের

Date:

“এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জনসভা।” শনিবার কেশপুরের সভা যেন ব্রিগেড! শেষ কবে এত বড় জনসভা দেখেছে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) মনে করেও কেউ বলতে পারছেন না। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে কেশপুরের আনন্দপুর স্কুল মাঠের জনসভাকে তাঁর জীবনের শ্রেষ্ঠ জনসভা বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিনের সভাকে ঘিরে প্রায় ভেঙে পড়েছিল গোটা জেলা। সভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি অনেক জায়গায় সভা করেছি। কোচবিহার থেকে কাকদ্বীপ। নির্বাচন ছাড়াও বিভিন্ন সময় মানুষের কাছে গিয়েছি। কিন্তু, আমি মনে করি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জনসভা। আমি এত বড় জনসভা কোনওদিন দেখিনি”।

সব জনসভাকে ছাপিয়ে গিয়েছে এই জমায়েত। অভিষেক বলেন, “আমি দেখেছি পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তায় লোক রয়েছে। মাঠে যা লোক রয়েছে তার থেকে পাঁচগুণ লোক রাস্তায় রয়েছে। তাঁরা মাঠে ঢুকতেই পারেননি। আমি সকাল ১১টা থেকে এই ছবিটা পাচ্ছিলাম। দেখছিলাম তখন থেকেই মানুষ সভাস্থলে আসতে শুরু করে দিয়েছিল। সাড়ে বারোটা, একটা নাগাদই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অনেক কথাই বলা হয়। যাঁরা এ সব এতদিন বলে এসেছে আজকের জনসভা তাঁদের জন্য সবচেয়ে ভালো উত্তর। এরপর বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই সভা দেখিয়ে দিল কেশপুরের মাটি, মা-মাটি-মানুষের ঘাঁটি।

আরও পড়ুন- School Uniform: স্কুল ইউনিফর্ম পেতে চলেছে রাজ্যের ১ কোটি ১০ লক্ষ পড়ুয়া

 

 

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version