Saturday, August 23, 2025

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের লড়াকু মনোভাবকে কুর্নিশ রাজ্যপালের

Date:

এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার কোচবিহারে (Cooch Behar) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের এভাবেই প্রশংসায় ভরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

পাশাপাশি এদিন অডিটোরিয়ামে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে রাজ্যপাল বলেন, আমার কাছে আপনারাই রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদের লড়াকু মনোভাবকেই একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করা চলে। এদিনের অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শিক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের চরিত্র গঠনের কথাও মনে করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, কোভিডের কারণে বিগত বছরগুলিতে ভাঁটা পড়লেও শনিবার কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল জানান, নয়া শিক্ষানীতি দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে। পাশাপাশি এদিনের বক্তব্যে বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দর প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন, এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন।

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২২ সাল, তিন বছরের মোট ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে সোনা ও রুপোর পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি পিএইচডির ৩৬ জন ও এম ফিলের ২১ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version