Sunday, November 2, 2025

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের লড়াকু মনোভাবকে কুর্নিশ রাজ্যপালের

Date:

এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার কোচবিহারে (Cooch Behar) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের এভাবেই প্রশংসায় ভরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

পাশাপাশি এদিন অডিটোরিয়ামে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে রাজ্যপাল বলেন, আমার কাছে আপনারাই রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদের লড়াকু মনোভাবকেই একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করা চলে। এদিনের অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শিক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের চরিত্র গঠনের কথাও মনে করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, কোভিডের কারণে বিগত বছরগুলিতে ভাঁটা পড়লেও শনিবার কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল জানান, নয়া শিক্ষানীতি দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে। পাশাপাশি এদিনের বক্তব্যে বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দর প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন, এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন।

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২২ সাল, তিন বছরের মোট ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে সোনা ও রুপোর পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি পিএইচডির ৩৬ জন ও এম ফিলের ২১ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version