Sunday, August 24, 2025

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের লড়াকু মনোভাবকে কুর্নিশ রাজ্যপালের

Date:

এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার কোচবিহারে (Cooch Behar) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের এভাবেই প্রশংসায় ভরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

পাশাপাশি এদিন অডিটোরিয়ামে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে রাজ্যপাল বলেন, আমার কাছে আপনারাই রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদের লড়াকু মনোভাবকেই একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করা চলে। এদিনের অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শিক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের চরিত্র গঠনের কথাও মনে করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, কোভিডের কারণে বিগত বছরগুলিতে ভাঁটা পড়লেও শনিবার কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল জানান, নয়া শিক্ষানীতি দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে। পাশাপাশি এদিনের বক্তব্যে বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দর প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন, এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন।

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২২ সাল, তিন বছরের মোট ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে সোনা ও রুপোর পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি পিএইচডির ৩৬ জন ও এম ফিলের ২১ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।

 

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version