Thursday, August 21, 2025

থার্মোমিটারের পারদ ১০৩ ! ঐন্দ্রিলার জন্মদিনে শয্যশায়ী সব্যসাচী

Date:

মেয়েটা আর বেঁচে নেই। থাকলে হয়তো ৫ ফেব্রুয়ারি, জন্মদিনের রজত জয়ন্তী বর্ষ ধুমধাম করে সেলিব্রেট (25 Years birthday celebration) করতেন তাঁর কাছের মানুষেরা। আজ সবটাই স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে। “২৫ বছর আগে এ দিন সকাল ৭টা ৩৪-এ আমার মিষ্টি জন্মেছিল। ফুটফুটে সুন্দর দেখতে। কী ফর্সা। আমার সেই ছোট্ট মিষ্টিটাকে নিজের কাছে রাখতে পারলাম না। শনিবার রাত থেকে ঘুমোতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার।” কান্না ভেজা গলায় কথাগুলো বললেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মা শিখা শর্মা (Sikha Sharma)।

কারোর চলে যাওয়া কখনই মন থেকে মুছে ফেলা যায় না। যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করার তো কিছুই আর ফিরে আসে না। সময়ের তাগিদে নিজের কর্মজীবনে ফিরেছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী( Sabyasachi Chowdhury) । কিন্তু সঙ্গীকে কাছ ছাড়া করেননি এক মুহূর্তের জন্যও। ৫ ফেব্রুয়ারি ঐন্দ্রিলা শর্মার জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটা সব্যসাচীর কাছে খুব স্পেশাল। অভিনেত্রীর জীবনের অনেকটা জুড়েছিলেন তাঁর প্রেমিক। আজ একজন অন্যজনের থেকে অনেকটা দূরে। মনের খারাপ থাকা বোধহয় বুঝতে পারে শরীরটাও। গতকাল অর্থাৎ শনিবারে রাত থেকেই ধুম জ্বর এসেছে সব্যসাচীর। বিছানা ছেড়ে উঠতে পারছেন না তবু ঐন্দ্রিলার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। একজন মা হিসেবে অন্য জন প্রেমিক হিসেবে, অপূর্ণ থাকার কষ্ট বোধহয় এভাবেই বলা না বলা কথাতে ভাগাভাগি করে নিচ্ছেন বিগত কয়েকটা দিন ধরে । আজ ঐন্দ্রিলার ২৫ বছরের জন্মদিন। আকাশের তারা হয়ে জ্বলজ্বল করতে থাকা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর প্রিয়জনেরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version