Tuesday, August 26, 2025

Entertainment : ফের ‘ডন’ হয়ে উঠুন ‘পাঠান’ , অনুরাগীদের আবদারে নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় !

Date:

বক্স অফিসে পাঠানের (Pathan) ঝড় কিছুতেই যেন থামছে না। একের পর এক রেকর্ড গড়ে অন্য রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। অংক বলছে কালেকশন ছুঁয়েছে ৭০০ কোটির গন্ডি, তাও অপ্রতিরোধ্য ‘পাঠান’ খান। বলিউড বাদশার সাফল্যে এক্সপেক্টেশন বাড়ছে তাঁর অনুরাগীদের। এবার দাবি, আরও একবার ‘ডন’ (Don) হয়ে উঠুন ‘পাঠান'(Pathan)। ফের পর্দায় ‘ডন’ রূপে শাহরুখ খানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আর তাই সোশ্যাল মিডিয়া (Social media) হ্যান্ডলে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘ডন থ্রি'(Don 3)।

যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি ‘ পাঠান ‘ দেশের একজন সেনা। কিন্তু ‘ ডন ‘এমন এক চরিত্র যাঁকে এগারোটা দেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ‘ডন’ সিনেমার আগের দুটি পার্ট দেশবাসীর পছন্দের। ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখিয়ে এবার কি প্রত্যাশা বাড়িয়ে দিলেন ৫৭ বছরের শাহরুখ? দেশে ইতিমধ্যেই ৩৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শীঘ্রই তালিকার শীর্ষে থাকা ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেকর্ডকেও টপকে যাবে ‘পাঠান’।

ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে নেট দুনিয়ার ভাইরাল ফ্যানেদের আর্জি। এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি তো ‘পাঠান’ হয়েই গিয়েছে। এবার ‘ডন থ্রি’ নিয়ে এস।’এরপরই কমেন্টের বন্যা।কেউ লিখেছেন ‘আমরা ‘ডন থ্রি’ দেখতে চাই।’ কেউ আবার সরাসরি শাহরুখ খানকে ট্যাগ করে নেট দুনিয়ায় ‘ডন থ্রি’ নিয়ে আসার দাবিও জানিয়েছেন। বাদশা এই নিয়ে কোন জবাব না দিলেও টিনসেল টাউনের খবর, ফারহান আখতার (Farhan Akhtar) ফের শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চলেছেন ব্লকবাস্টার হিট ছবি ‘ডন’-এর তৃতীয় পার্টে।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version