Thursday, August 28, 2025

ত্রিপুরায় ভোট প্রচারে বাম-কংগ্রেস জোটকে তুলোধনা শাহের, করলেন রোড শো

Date:

ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ত্রিপুরায়(Tripura)। নির্বাচনকে মাথায় রেখে প্রচার সারতে সোমবার উত্তর-পূর্বের এই রাজ্যে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এদিনের জনসভা থেকে বাম-কংগ্রেস জোটকে কড়া ভাষায় আক্রমণ শানালেন শাহ। পাশাপাশি বিজেপি শাসনে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। জানালেন, “একটা সময় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য ছিল ত্রিপুরা। গত ৫ বছরে ২ মুখ্যমন্ত্রী আমূল বদলে দিয়েছে এই রাজ্যকে। প্রধানমন্ত্রীর মডেল ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়নের পথে।”

 

সোমবার ত্রিপুরার শান্তিরবাজারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আগে উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদীদের গুলি ও বোমার আওয়াজ শোনা যেত। এখন বিমান এবং রেলের ইঞ্জিনের শব্দ শোনা যায়। উত্তর-পূর্বে শান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদি। জনজাতিদের উন্নয়নে কাজ করে চলেছে বিজেপি সরকার। ব্রু শরণার্থী সমস্যা সমাধানে এগিয়ে এসেছে।” তাই ত্রিপুরায় ফের বিজেপি সরকারকে ক্ষমতায় আনার আবেদন জানান শাহ। এর পাশাপাশি বাম-কংগ্রেসকে তোপ দেগে শাহ আরও বলেন, “সিপিএম ত্রিপুরায় জিততে বারবে না বুঝে কংগ্রেসের সঙ্গে জোট করেছে। তিপ্রামথার সাথে গোপনে সমঝোতা করেছে। এঁদেরকে ভোট দেওয়ার মানে ত্রিপুরাতে হিংসার পরিবেশ তৈরি করা।”

শান্তিরবাজারে জনসভার পাশাপাশি এদিন বিকালে বনমালীপুরে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই রোড শো শুরু হয় রাজধানী আগরতলার আশ্রম চৌমুহানি থেকে চৌমুহানি মোড় পর্যন্ত। তবে সোমবার ত্রিপুরার জনসভায় একবারের জন্য তৃণমূলের নাম উচ্চারন করেননি শাহ। এপ্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “ভঙ্গুর সরকারকে ডিফেন্ড করতে দিশাহীন বক্তৃতা দিয়েছেন শাহ। তৃণমূল আশাবাদী। মমতাদিকে ত্রিপুরার মানুষ চাইছেন। পঞ্চায়েত ভোটে প্রবল সন্ত্রাস করে আটকানো হয়েছে তৃণমূলকে।”

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version