Saturday, August 23, 2025

শপথ নিলেন পাঁচ বিচারপতি

Date:

Share post:

বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পাঁচ জনের নাম অনুমোদন করেছে কেন্দ্র। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন পাঁচজন। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের শপথবাক্য পাঠ করালেন। পঙ্কজ মিথাল, সঞ্জয় কারোল, পিভি সঞ্জয় কুমার , আহসানুউদ্দিন আমানুল্লা ও মনোজ মিশ্র দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন।

আরও পড়ুন:কলেজিয়াম বিতর্কের মাঝে ফের প্রকাশ্যে সং*ঘাত! সুপ্রিম কোর্টকে নিশানা রিজিজুর

রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথল, পটনা হাই কোর্টের সঞ্জয় কারোল, মণিপুর হাই কোর্টের প্রধান বিচারপতি পি ভি সঞ্জয় কুমার, পটনা হাই কোর্টের বিচারপতি আহসানুউদ্দিন আমানুল্লা ও ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ মিশ্র যোগ দেওয়ার পর শীর্ষ আদালতে কর্মরত বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩২ জন। সুপ্রিম কোর্টের বিচারপতির পদ রয়েছে ৩৪টি। এখন ২৭ জন বিচারপতি কাজ করছেন।

বিচারপতি নিয়োগের কলেজিয়াম প্রথা নিয়ে বিবাদ শুরু হয় কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সরকারকেও শামিল করতে হবে। কলেজিয়াম প্রথা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতিকে চিঠি দেন তিনি। কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের যে পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তাতে আপত্তি জানিয়ে একাধিকবার সরব হয়েছেন রিজিজু-সহ বিজেপি নেতৃত্ব।
পালটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফেও। শীর্ষ আদালত জানিয়েছিল, কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ঢিলেমি করছে কেন্দ্র। বিচারবিভাগে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা হতাশাজনক। কেন্দ্রের কাজে গাফিলতির অভিযোগ তুলে সরব হয় বিরোধীরাও। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সুপ্রিম কোর্টের সুপারিশেই সায় দেয় কেন্দ্র।এরপরই সোমবার শপথ নেন পাঁচ বিচারপতি।

 

spot_img

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...