মঙ্গল সন্ধ্যায় গানে গানে মুখরিত হয়ে উঠল বইমেলার ‘জাগোবাংলা’র প্যাভেলিয়ন। রবীন্দ্র সংগীত থেকে আধুনিক বাংলা গান- একের পর এক নিবেদনে অনুষ্ঠান মাতিয়ে তোলেন অভিজিৎ ঘোষ (Abhijit Ghosh)। বিশিষ্ট সাংবাদিক, ‘এখন বিশ্ববাংলা সংবাদে’র সম্পাদক শুধু নন, তিনি সুগায়কও। অভিজিৎ অনুষ্ঠান শুরু করেন রবীন্দ্রনাথের গান ‘সখী ভাবনা কাহারে বলে’। তারপর শোনান স্বর্ণযুগের এবং নয়ের দশকের জনপ্রিয় কয়েকটি গান। তাঁর গান শুনে ভিড় জমে যায়। মুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা। অনুষ্ঠান শেষের পরেও অনুরোধ আসতে শুরু করে।

এরপরেই মঞ্চে ওঠেন তথাগত। তিনিও জমিয়ে দেন আসর। বাকি ছিল চমকের। দুই গায়কের সঙ্গে গলা মেলান কুণাল ঘোষ (Kunal Ghosh)। দর্শকরা তখন উচ্ছ্বসিত। উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, সাহিত্যিক প্রচেত গুপ্ত-সহ বিশিষ্টরা।

অনুষ্ঠানে অতিথিরা প্রকাশ করেন ডঃ সমীর শীলের কথায় অমিত কালির নিজস্ব সুরে গাওয়া ‘বন্ধু কেমন আছিস বল’ গানটি। বিভিন্ন জেলা থেকে এসেছিলেন বইপ্রেমীরা। স্টলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলো ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। বহু মানুষ সংগ্রহ করেন। তুরস্ক ও সিরিয়াল ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জাগোবাংলা’র প্যাভেলিয়নে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সপ্তাহের শুরুর দিকে কাজের দিন। তা সত্ত্বেও মঙ্গলবার দে’জ পাবলিশিং হাউস, পত্রভারতী, আনন্দ পাবলিশার্স, সংবাদ প্রতিদিন, দীপ প্রকাশন, মিত্র ও ঘোষ, করুণা প্রভৃতি বড় স্টলগুলোর পাশাপাশি ছোট স্টলগুলিতেও ভিড় ছিল যথেষ্ট। গমগম করছিল লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন। আড্ডায় মেতে ওঠেন লেখক-সম্পাদকরা। ফুডকোর্টেও ভিড় ছিল ভালোই। নানা রকমের খাবারের স্বাদ নেন বইপ্রেমীরা।

লাতিন আমেরিকা স্টল, দ্য এশিয়াটিক সোসাইটি, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের স্টলে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। ভরত কল, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী প্রমুখ ঘুরে দেখেন মেলা। অনেকেই মেটান সেলফি আবদার।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়কে দেখা গেল খোশমেজাজে। জানালেন, প্রতিদিন জনসমাগম হচ্ছে দারুণ। এর পিছনে মেট্রোর ভূমিকা বিরাট। শিয়ালদহ থেকে সহজেই আসতে পারছেন বইপ্রেমীরা। আগামী বছর হাওড়া থেকে মেট্রো পরিষেবা চালু হলে আশাকরি জনসমাগম আরও বাড়বে। মেলায় ঘুরতে দেখা গেল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে-কেও। তিনি বলেন, যত দিন যাবে, মেলায় তত ভিড় বাড়বে।

আরও পড়ুন- রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগ, বৈঠক মুখ্যসচিবের
