Thursday, November 13, 2025

নাবালিকাকে ধর্ষ*ণের অভিযোগ, কাঁথি আদালতে আত্মসমর্পণ ছাত্রনেতার

Date:

কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ছাত্রনেতা শুভদীপ গিরি । তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।সেই অভিযোগের জন্য জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। কিন্তু উধাও হয়ে যান শুভদীপ।শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কাঁথি শহরের জালালখাবার এলাকার বাসিন্দা শুভদীপ গিরির বিরুদ্ধে এক নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।ঘটনা জানাজানি হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই নাবালিকার পরিবার।শুধুমাত্র ধর্ষণের অভিযোগই নয়,দুজনের অন্তরঙ্গ ছবি সামনে রেখে ওই নাবালিকাকে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছিল শুভদীপ গিরির বিরুদ্ধে।
হাই কোর্টে মামলার শুনানিতে ওই ছাত্রনেতাকে আত্মসমর্পণের কথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুভদীপের আইনজীবী ডিভিশন বেঞ্চে যান। যদিও এই মামলায় হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুভদীপের আইনজীবী কিশোর দত্ত জানিয়েছিলেন, ছাত্রনেতা পলাতক নন। অন্যদিকে, নির্যাতিতার পরিবারের আইনজীবী শুভদীপের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই নির্যাতিতার পরিবার বিভিন্ন হুমকি পাচ্ছেন।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি শুভদীপ গিরির বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। নাবালিকার মা পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছিলেন, তাঁর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, কিছু ভিডিও রেকর্ড করে তা দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। নাবালিকার বাবার দাবি করেছিলেন, শুভদীপ গিরি রাজনৈতিক প্রভাব খাটিয়েছিল। পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন তিনি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version