Tuesday, August 12, 2025

“পঞ্চায়েত ভোটে কাঁচা মাংস ঝলসে শিক কাবাব তৈরি করবে ছেলেরা”, মদনের মন্তব্যে বিতর্ক

Date:

ফের তৃণমূল নেতা মদন মিত্রের মন্তব্য ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। নিজের বিধানসভা এলাকা কামারহাটি খাদ্য উৎসবে যোগ দিয়ে মদন মিত্র বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় এবারে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা। কাবাব আর শিক দুটোই কাজে লাগবে। বিরোধীদের জন্যও থাকছে শিক কাবাব। কাঁচা মাংস ঝলসে মধু, ঘি, মাখন দিয়ে লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে শিক কাবাব তৈরি হবে।”

আরও পড়ুন:বেকসুর খালাস পাওয়ার পর পঞ্চায়েত ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রতর

এখানেই শেষ নয়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে কামারহাটির বিধায়কের আরও দাবি, ”পঞ্চায়েতে এক-দু’ ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই, ৬-৭ গোল এমনিই হয়ে যাবে!” বিরোধীদের উদ্দেশ্যে মদনের এমন কটাক্ষের পরই বিতর্ক দানা বাঁধে।

ঠিক কী বলেছিলেন মদন মিত্র? তৃণমূল নেতার কথায়, “সামনে পঞ্চায়েত নির্বাচন। এই আইটেমটার নাম হচ্ছে শিক কাবাব। এখন আমাদের ছেলেরা সারাবছর খাটবে, কিছু হবে না, তা তো হয় না। তাই শিক কাবাবটা একটু শিখে রাখছি। কারণ পঞ্চায়েত নির্বাচনে শিকটাও কাজে লাগবে। আর কাবাবটাও কাজে লাগবে। বিরোধীরা খেতে চাইলে আমরা তো অত অসভ্য নই, শিকটা দিতে পারব না। তবে কাবাবটা খাইয়ে দেব। কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে। সেটাতে বাটার পড়বে, মধু পড়বে, ঘি পড়বে। দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে তারপর বিটনুন আর লঙ্কা।” বিরোধীদের অভিযোগ এমন মন্তব্য করে পঞ্চায়েতের আগে সন্ত্রাসে উস্কানি দিতে চাইছেন মদন মিত্র। যদিও তৃণমূলের তরফে কামারহাটির বিধায়কের এমন মন্তব্যকে একেবারেই গুরুত্ব দেওয়া হচ্ছে না।

 

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version