Friday, December 19, 2025

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ব্যাপক নিয়োগ দুর্নীতি, বিক্ষোভ ঠেকাতে জারি কার্ফু

Date:

Share post:

ব্যাপক নিয়োগ দুর্নীতি(Corraption) বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand)। পুলিশ, ক্লার্ক-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির ঘটনায় প্রতিবাদে গর্জে হয়ে উঠলেন উত্তরাখণ্ডের চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ ঠেকাতে এবার কার্ফু জারি করল উত্তরাখণ্ড পুলিশ(Uttarakhand Police)। এমনকি প্রতিবাদীদের বিক্ষোভে পাথর ছোঁড়া, লাঠিচার্জ করছে পুলিশ। সবমিলিয়ে অগ্নিগর্ভ উত্তরাখণ্ড।

রাজ্যের পুলিশ, ক্লার্ক-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগের সময়ে বড়সড় দুর্নীতি হয়েছে, এই অভিযোগে বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দেরাদুন। চাকরিপ্রার্থী একজোট হয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভ থামাতে পাল্টা আক্রমণে নামে পুলিশ। প্রতিবাদীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত হন প্রতিবাদীদের অনেকেই। তাদের পালটা আক্রমণে পুলিশকর্মীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবারও পরিস্থিতি বেলাগাম হতে পারে আশঙ্কা করে দেরাদুনের (Dehradun) প্যারেড গ্রাউণ্ডের তিনশো মিটার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এই দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে। পাশাপাশি বৃহস্পতিবার বিক্ষোভ থামাতে পুলিসের ভুমিকার তীব্র নিন্দা করা হয়েছে কংগ্রেসের তরফে।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের স্টেট স্টাফ সিলেকশন কমিটির একাধিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। তারপর আগস্ট মাসেই সমস্ত পরীক্ষার ফলাফল বাতিল করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি বলেন, “এই ঘটনার বিশদ তদন্ত চলছে। ইতিমধ্যেই ২০ জনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।” যদিও এই দুর্নীতিতে সরাসরি বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব জড়িত বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতির ঘটনায় সরগরম বিজেপি সাসিত উত্তরাখণ্ড।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...