Thursday, August 21, 2025

ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ফের নয়া রেকর্ড গড়ল ইসরো। শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর তৈরি ছোট মহাকাশযান SSLV-D2। পাশাপাশি এদিন একই সঙ্গে লঞ্চ করানো হল ৩টি উপগ্রহ। এবার সবচেয়ে ছোট মহাকাশযান SSLV-D2 উৎক্ষেপণ করল তাঁরা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

SSLV-D2 যে তিনটি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে তার মধ্যে রয়েছে আমেরিকার সংস্থার Janus-1, চেন্নাইয়ের স্পেশ স্টার্টআপ স্পেসকিডজ স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ইসরোর স্যাটেলাইট EOS-07। শুক্রবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ নতুন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ওই তিনটি স্যাটেলাইটকে ৪৫০ কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। SSLV-D2 নির্মাণের জন্য খুবই কম অর্থ খরচ করা হয়েছে। সেই সঙ্গে এই রকেট একাধিক উপগ্রহকে খুব সহজেই কক্ষপথে স্থাপন করতে সক্ষম।

ইসরোর তরফে এদিন জানানো হয়েছে, SSLV-D2 লম্বায় ৩৪ মিটার। ওজন প্রায় ১৭৫ কিলোগ্রাম। উল্লেখ্য, এর আগে গত বছর SSLV-D2 উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই বছর ইসরোর মিশন সফল হয়নি কারণ উৎক্ষেপণের সময় একাধিক সমস্যা দেখা গিয়েছিল। এরপরই সেই সময় উৎক্ষেণ স্থগিত করে দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর তরফে আরও জানানো হয়েছে AzaadiSAT-2 উপগ্রহটি তৈরি করেছে ৭৫ জন ভারতীয় ছাত্র। তাপমাত্রা ও রিসেট গণনার মতো বিভিন্ন স্বাস্থ্য ডেটা পরিমাপ করবে উপগ্রহটি।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version