Tuesday, August 26, 2025

ম‍্যাচ জিতেই শাস্তির মুখে জাদেজা, হাতে মলম লাগানোর কারণে আইসিসির কাছ থেকে শাস্তি পেলেন জাড্ডু

Date:

হাতে মলম লাগানোর কারণে আইসিসির কাছ থেকে শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে বল করার সময় মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে দেখা যায় জাদেজার হাতে  মলমের মতো কিছু দিতে। আর সেই কারণেই শাস্তি পেলেন জাড্ডু।

জাদেজাকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে আইসিসি। এর কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, আম্পায়ারকে না জানিয়ে আঙুলে মলম লাগিয়েছেন জাদেজা। এই নিয়ে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল যে এই স্পিনার নিজের বোলিং হাতের তর্জনী ফুলে যাওয়ার কারণে মলম লাগিয়েছিলেন। কিন্তু সেটি অন-ফিল্ড আম্পায়ারদের অনুমতি না নিয়ে করা হয়েছে।”

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু মলম লাগানোয় বল বিকৃতি হয়নি, সেই কারণে শাস্তি দেওয়া হবে না। কিন্তু আম্পায়ারদের না জানিয়ে এই কাজ করায় আইসিসির লেভেল ১ শাস্তি দেওয়া হয়েছে জাদেজাকে। জাদেজার বিরুদ্ধে বল বিকৃত করার কোনও অভিযোগ করেনি আইসিসি। আইসিসি জানিয়েছে যে, মাঠের আম্পায়ারকে জিজ্ঞেস করে তবেই আঙুলে মলম লাগানো উচিত ছিল জাদেজার। সেটা না করার জন্যই শাস্তি দেওয়া হল ভারতের তারকা অলরাউন্ডারকে। জাদেজাও এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ভারতীয় দল ম্যাচ রেফারির কাছে ওই ঘটনার ভিডিও জমা দিয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কাছে অস্ট্রেলিয়া দল কোনও অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে।

এদিকে শনিবার নাগপুরে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারায় ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:বোলারদের দাপটে অজিদের বিরুদ্ধে ইনিংস ও ১৩২ রানে জয় টিম ইন্ডিয়ার

 

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version