Thursday, August 21, 2025

আলিপুরের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামেই স্থানান্তিরত কলকাতার পুলিশ মিউজিয়াম

Date:

আলিপুর জেলের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামে স্থানান্তিরত করা হল কলকাতার পুলিশ মিউজিয়াম (Police Museum)। শনিবার, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) নতুন ঠিকানায় পুলিশ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বলেন, আলিপুর জেলের মতোই কলকাতা পুলিশের মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী রয়েছে। যা সাধারণ মানুষ বিশেষ করে যুবদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের সঙ্গে আরও ভালো ভাবে পরিচিত করবে।

পূর্বতন আলিপুর জেলের ৪ নম্বর সেলের ১৪ টি কক্ষ সংস্কার করে এই মিউজিয়াম স্থানান্তর করা হয়েছে। যেখানে বিপ্লবীদের ব্যবহৃত রিভলভার, বোমা ইত্যাদি নান অস্ত্রশস্ত্র রয়েছে। উল্লেখযোগ্য মামলার ইতিহাস যেমন আলিপুর ষড়যন্ত্র, ঢাকা ষড়যন্ত্র মামলার নথি, অনুশীলন সমিতি,যুগান্তর গোষ্ঠীর কার্যকলাপ সংক্রান্ত পুলিশ রিপোর্টের কপিও রয়েছে। এই সংগ্রহশালা ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের আলাদা কোনও টিকিট কিনতে হবে না।

আলিপুর মিউজিয়ামের সোমবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধে ৬ টায় এবং সপ্তাহান্তে (শুক্র থেকে রবিবার) সন্ধে ৭ টায় থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো। যা ইতিমধ্যেই কলকাতার একটি অন্যতম ভ্রমণ গন্তব্য। গত বছর ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করার পর থেকে প্রায় তিন লক্ষ দর্শক আলিপুর মিউজিয়াম পরিদর্শন করেছেন৷

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version