Sunday, November 9, 2025

আলিপুরের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামেই স্থানান্তিরত কলকাতার পুলিশ মিউজিয়াম

Date:

আলিপুর জেলের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামে স্থানান্তিরত করা হল কলকাতার পুলিশ মিউজিয়াম (Police Museum)। শনিবার, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) নতুন ঠিকানায় পুলিশ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বলেন, আলিপুর জেলের মতোই কলকাতা পুলিশের মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী রয়েছে। যা সাধারণ মানুষ বিশেষ করে যুবদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের সঙ্গে আরও ভালো ভাবে পরিচিত করবে।

পূর্বতন আলিপুর জেলের ৪ নম্বর সেলের ১৪ টি কক্ষ সংস্কার করে এই মিউজিয়াম স্থানান্তর করা হয়েছে। যেখানে বিপ্লবীদের ব্যবহৃত রিভলভার, বোমা ইত্যাদি নান অস্ত্রশস্ত্র রয়েছে। উল্লেখযোগ্য মামলার ইতিহাস যেমন আলিপুর ষড়যন্ত্র, ঢাকা ষড়যন্ত্র মামলার নথি, অনুশীলন সমিতি,যুগান্তর গোষ্ঠীর কার্যকলাপ সংক্রান্ত পুলিশ রিপোর্টের কপিও রয়েছে। এই সংগ্রহশালা ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের আলাদা কোনও টিকিট কিনতে হবে না।

আলিপুর মিউজিয়ামের সোমবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধে ৬ টায় এবং সপ্তাহান্তে (শুক্র থেকে রবিবার) সন্ধে ৭ টায় থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো। যা ইতিমধ্যেই কলকাতার একটি অন্যতম ভ্রমণ গন্তব্য। গত বছর ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করার পর থেকে প্রায় তিন লক্ষ দর্শক আলিপুর মিউজিয়াম পরিদর্শন করেছেন৷

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version