Monday, August 25, 2025

মীরের গপ্পো আর অনিন্দ্যর সুরেলা কণ্ঠ, ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সমাপ্তিতে আবেগের ছোঁয়া !

Date:

এ বছরের মত শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair 2023)। ১৩ দিনের এই বইমেলায় (Book Fair) ২৫ লক্ষ মানুষের সমাগমে প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি। ক**রোনা-আত**ঙ্ক কাটিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছলো ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (46th International Kolkata Book Fair)। শেষ দিনেও কাতারে কাতারে মানুষের ভিড় ফের প্রমাণ করল কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে কথায় সুরে প্রেমের আর প্রাণের কথা বলা বইমেলা।

গত ৩০ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিরাচরিত ধারা মেনে প্রদীপ জ্বালিয়ে এবং হাতুড়ি দিয়ে ঘণ্টা বাজিয়ে বইমেলার সূচনা করেন। এই বছরই বইমেলা তার স্থায়ী জায়গা খুঁজে পেয়েছে। সল্টলেকে সেন্ট্রাল পার্কের ‘বইমেলা প্রাঙ্গণ’ যেন বিগত ১৩ দিনে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। ছোট বড় মিলিয়ে মোট ৯০০ টি বই স্টলে নানা বয়সীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু বই কেনাবেচাই নয় সঙ্গে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেন এবছরের বইমেলাকে আরও চনমনে করে তুলেছিল। গিল্ড (Guild) বলছে, এসবিআই অডিটোরিয়ামে বই প্রকাশ অনুষ্ঠানে প্রতিদিনই দর্শক সংখ্যা ছিল কানায় কানায় পূর্ণ। বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণের অন্যতম আকর্ষণ ছিলেন ঔপন্যাসিক স্বপ্নময় চক্রবর্তী (Swapnamoy Chakraborty), লেখক অনিল আচার্য। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড – এর তরফে দুজনকেই বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম(Firhad Hakim), দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose), বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এই বছরের কলকাতা বইমেলার শেষ রবিবাসরীয় সন্ধেতে গপ্পের ঠেক জমিয়ে দিলেন মীর(Mir)।

সঙ্গীত শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) কণ্ঠে বইমেলার গান যেন একরাশ নস্টালজিয়া আর এক বছরের অপেক্ষার ইঙ্গিত দিয়ে গেল শেষ দিনের অনুষ্ঠানে। বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে গিল্ড-এর তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত লেখক ও প্রকাশনা সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এবছরের থিম কান্ট্রি ছিল স্পেন। বইপ্রেমী মানুষের উৎসাহের ভিড়ে খুশি বিদেশী পাভিলিয়নের কর্তারাও।বইমেলার আয়োজনের জন্য দোলা সেন, সুধাংশু সেন, বিধাননগর পুরসভা, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানান ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় সহ ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’।


 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version