Monday, August 25, 2025

জমি জবরদখলের (Expropriation of Land) অভিযোগ। এবার বজরংবলিকে (Bajrangbali) আইনি চিঠি দিল ভারতীয় রেল (Indian Railways)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাশাপাশি রেলের তরফে সাফ জানানো হয়েছে, অবিলম্বে জবরদখল করা জমি ছেড়ে না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এমনই নোটিশ (Legal Notice) রেলের তরফে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনার সবলগড় শহরের ঘটনা। তবে বিষয়টি নজরে আসার পরই ভুল সংশোধন করে নোটিশ প্রত্যাহার করা হয়েছে রেলের তরফে।

তবে রেলের এমন ভুল নতুন কিছু নয়। এর আগেও একাধিক দেবদেবীর নামে চিঠি পাঠিয়েছে রেল। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। জানা গিয়েছে মধ্যপ্রদেশের সবলগড়ে রেলের জমির মধ্যে একটি বজরংবলির মন্দির রয়েছে। আর রেলের জমি জবরদখল করে ওই মন্দিরটি তৈরি করা হয়। আর সম্প্রতি সেই মন্দিরের গায়েই নোটিশ টাঙিয়ে দেন রেলের আধিকারিকরা। যেহেতু মন্দিরটি হনুমানের, আর সেকারণে বজরংবলির নাম করেই চিঠিটি পাঠানো হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি দেওয়া ওই নোটিশে রেলের পক্ষ থেকে বজরংবলিকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জবরদখল করা জমি ছেড়ে না দিলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে৷ আর তার জবাব দিতে হবে বজরংবলিকেই।

তবে এমন নোটিশ সামনে আসতেই বিষয়টি ভাইরাল (Viral) হতে বেশি সময় লাগেনি। আর তারপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। এরপরই তড়িঘড়ি নিজেদের ভুল বুঝতে পেরে ওই নোটিশটি সরিয়ে নেওয়া হয়৷ তবে বিষয়টি ধামাচাপা দিতে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ওই মন্দিরের পুরোহিতকে উদ্দেশ্য করে নতুন নোটিশ পাঠানো হয়েছে।

 

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version