Thursday, August 28, 2025

জমি জবরদখলের (Expropriation of Land) অভিযোগ। এবার বজরংবলিকে (Bajrangbali) আইনি চিঠি দিল ভারতীয় রেল (Indian Railways)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাশাপাশি রেলের তরফে সাফ জানানো হয়েছে, অবিলম্বে জবরদখল করা জমি ছেড়ে না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এমনই নোটিশ (Legal Notice) রেলের তরফে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনার সবলগড় শহরের ঘটনা। তবে বিষয়টি নজরে আসার পরই ভুল সংশোধন করে নোটিশ প্রত্যাহার করা হয়েছে রেলের তরফে।

তবে রেলের এমন ভুল নতুন কিছু নয়। এর আগেও একাধিক দেবদেবীর নামে চিঠি পাঠিয়েছে রেল। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। জানা গিয়েছে মধ্যপ্রদেশের সবলগড়ে রেলের জমির মধ্যে একটি বজরংবলির মন্দির রয়েছে। আর রেলের জমি জবরদখল করে ওই মন্দিরটি তৈরি করা হয়। আর সম্প্রতি সেই মন্দিরের গায়েই নোটিশ টাঙিয়ে দেন রেলের আধিকারিকরা। যেহেতু মন্দিরটি হনুমানের, আর সেকারণে বজরংবলির নাম করেই চিঠিটি পাঠানো হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি দেওয়া ওই নোটিশে রেলের পক্ষ থেকে বজরংবলিকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জবরদখল করা জমি ছেড়ে না দিলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে৷ আর তার জবাব দিতে হবে বজরংবলিকেই।

তবে এমন নোটিশ সামনে আসতেই বিষয়টি ভাইরাল (Viral) হতে বেশি সময় লাগেনি। আর তারপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। এরপরই তড়িঘড়ি নিজেদের ভুল বুঝতে পেরে ওই নোটিশটি সরিয়ে নেওয়া হয়৷ তবে বিষয়টি ধামাচাপা দিতে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ওই মন্দিরের পুরোহিতকে উদ্দেশ্য করে নতুন নোটিশ পাঠানো হয়েছে।

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version