৭০৩বছরের পুরনো ঐতিহ্য মেনে সোমবার ভোরে ত্রিবেণীতে (Tribani) হল শাহি স্নান। বসেছে কুম্ভমেলা। বাঁশবেড়িয়ার (Banberiya) ত্রিবেণীতে নতুন রূপে কুম্ভমেলা শুরু হয়েছে গত বছর থেকে। আনুমানিক ৭০৩ বছর পর এবারের মেলার আয়োজন হয়েছে বাঁশবেড়িয়া পুরসভার এবং ত্রিবেণী উন্নয়ন পরিষদের উদ্যোগে। গতবছর থেকেই মেলা হয়।
রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ত্বগ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। ইতিহাসের বিভিন্ন বিভিন্ন গ্রন্থ ঘেঁটে জানা যায়, একসময় দেশে সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসাবেই গণ্য হত। উত্তরে এলাহাবাদের প্রয়াগ যুক্তবেণী এবং দক্ষিণে এই ত্রিবেণীর প্রয়াগ হল তার মুক্তবেণী। বিভিন্ন সাধু-সন্তর কথায়, এটাই কুম্ভের উপযুক্ত স্থান।
জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন এই মেলা সুষ্ঠুভাবে করার জন্য ব্যবস্থা নিয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৩ লক্ষ মানুষের সমাগম হবে। সেই অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থাই নেওয়া হয়েছে।