Friday, August 29, 2025

চাকরি যাচ্ছে নবম-দশমের ৬১৮ জন শিক্ষকের, সুপারিশপত্র বাতিল করল এসএসসি

Date:

হাইকোর্টে আবেদন করেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত চাকরি যাচ্ছে নবম-দশম শ্রেণির ৬১৮ জন শিক্ষকের। হাই কোর্টের নির্দেশ মেনে তাঁদের সুপারিশপত্র বাতিল করা হবে। সোমবার ওই ৬১৮ জনের নাম প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালতের নির্দেশ মেনে মধ্যশিক্ষা পর্ষদ তাঁদের নিয়োগপত্র বাতিল করবে।

রবিবারই এসএসসির সভাপতি সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, নির্দিষ্ট আইন মেনে ২০১৬ সালের নবম-দশমের নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে ‘অযোগ্য’ ৮০৫ জনেরও বেশি শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে পর্যায়ক্রমে। সেই মতো প্রথম ধাপে ৬১৮ জনের চাকরি বাতিল করার বিজ্ঞপ্তি জারি হল ।

এসএসসি যা জানিয়েছে তা পুকুর চুরির চেয়ে কম কিছু নয়। তাঁদের মধ্যে অধিকাংশই সাদা খাতা জমা দিয়েছিলেন। অনেকে দুই-বা তিন পেয়েছেন। নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত ৬১৮ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করেছে এসএসসি। পর্যায়ক্রমে আরও অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে এসএসসি।
গাজিয়াবাদ থেকে ৯৫২ জন উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। সেগুলি সবই ছিল ২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের। ওই উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের সঙ্গে সার্ভারের তথ্যে ব্যাপক ফারাক ধরা পড়ে। এসএসসি সূত্রে খবর, কারও কারও নম্বরের ফারাক ৫৩। এই ৯৫২ জনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন ৮০৫ জনের ওএমআর শিট খতিয়ে দেখে বিকৃত করা হয়েছে বলে মেনে নেয়।

বিচারপতি বিশ্বজিৎ বসু কমিশনকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে ওই ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করতে নির্দেশ দিয়েছিলেন।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version