Wednesday, May 14, 2025

হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হার এটিকে মোহনবাগানের। শেষ পর্বে ওগবেচের গোল। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। হায়দরাবাদের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল মোহনবাগান। এই নিয়ে টানা তিন ম্যাচে জয় অধরা জুয়ান ফেরান্দোর দলের। টানা ব্যর্থতায় চাপ ক্রমশ বাড়ছে জুয়ানের উপর।

চোটের জন্য হুগো বৌমোস, কার্ল ম্যাকহিউ ছিলেন না। কার্ড সমস্যার জন্য ছিলেন না শুভাশিস বসুও। তাই লিগ টেবিলের দুই নম্বরে থাকা শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে কিছুটা ব্যাকফুটে ছিল মোহনবাগান। তবে ম্যাচে শুরু থেকেই আক্রমণের চেষ্টা করে সবুজ-মেরুন। ১৩ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শট দক্ষতার সঙ্গে সেভ করে দেন হায়দরাবাদের গোলরক্ষক। ম্যাচের ৪১ মিনিটে আশিস রাইও একটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে আক্রমণ শানালেও হায়দরাবাদের গোলের মুখ খুলতে ব্যর্থ হয়েছেন বাগানের ফুটবলাররা। তবে এদিনের খেলায় বৌমোসের অভাব টের পাওয়া গিয়েছে। মাঝমাঠে বল ধরে খেলার মতো লোক ছিল না। সেইসঙ্গে মাঝে মধ্যে মিস পাসও হয়েছে। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ-মেরুনের রক্ষণে হানা দিয়ে গোল দেওয়ার চেষ্টা করে হায়দরাবাদ। কিন্তু বাগানের রক্ষণ সেই যাত্রায় ধাক্কা সামলে দেয়। সেইসঙ্গে ম্যাচের রাশ ধরার চেষ্টা করে মোহনবাগান। ম্যাচের ৭৬ মিনিটে আশিস আরও গোলের সুযোগ পান। তাঁর নেওয়া ডান পায়ের শট বক্সের ওপর দিয়ে চলে যায়। গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে কিয়ানকে নামান ফেরান্দো। কিন্তু কিয়ানও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে শেষ পর্বে ঘরের মাঠে বাগানকে চাপে রাখার চেষ্টা করে হায়দরাবাদ। সফল হয় তারা। ম্যাচের ৮৬ মিনিটে বার্তোলোমিউ ওগবেচে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন। শেষ পর্বে গোল খাওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন:সৌরভের সঙ্গে ইগোর লড়াইয়ে নেতৃত্ব গিয়েছিল কোহলির, এক স্টিং অপারেশনে বললেন চেতন

 

 

Related articles

সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

বিজেপির(BJP) মেকি দেশভক্তির মুখোশ খসে পড়ল ফের একবার। গোটা দেশ যখন কর্নেল সোফিয়া কুরেশির(Sophia Qureshi) বীরত্বে গর্বিত, তখন...

বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেম বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তাদের সিদ্ধান্ত নিয়ে...

হরিয়ানায় বসেই সেনার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার যুবক

দেশের সবথেকে পুরোনো এয়ারফোর্স স্টেশন হরিয়ানার আম্বালায় (Ambala)। পাকিস্তান সীমানা থেকে ২২০ কিমি দূরে হওয়ায় সরাসরি এই স্টেশনের...

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া...
Exit mobile version