Wednesday, May 14, 2025

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার শেষ হল প্রচার পর্ব। এদিন বিকাল ৪টে পর্যন্ত প্রচার করার সুযোগ পেয়েছে দলগুলি। শেষদিন ত্রিপুরায় প্রচারে ঝড় তুলল শাসক-বিরোধী সব পক্ষ। মাত্র দেড়বছর ত্রিপুরায় সংগঠন বিস্তার করে মানুষের মনে অনেকটাই প্রভাব ফেলেছে বাংলার শাসক দল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, গণতন্ত্র-স্বাধীনতা না ফেরা পর্যন্ত এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিজেপিকে।

ফলে শেষদিনর প্রচারেও নজর কাড়ল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ত্রিপুরার ভোটপ্রচারে তারকার ছড়াছড়ি। বাংলার হেভিওয়েট মন্ত্রী ব্রাত্য বসু, ফিরহাদ হাকিমের মতো দাপুটে নেতাদেরও দেখা গেল শেষদিনের প্রচার, সাংবাদিক বৈঠক, পথসভা, রোড শো।

আরও পড়ুন- এক প্যাকেট দুধের দাম ২১০ টাকা! চিকেন ৮০০ ছুঁইছুঁই, পাকিস্তানের বাজার আগুন

এদিন সকালেই আগরতলায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি দাবি করেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ। ব্রাত্য বসুর কথায়, “ত্রিপুরায় মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা বদলেছে। ওনারা ভূমিপুত্রদের ওপর ভরসা করছেন না। তাই দিল্লি থেকে আসছেন বারবার। বোঝাচ্ছেন, ছোট ইঞ্জিন ব্যর্থ হয়েছে, কিন্তু বড় ইঞ্জিন ব্যর্থ হবে না।” ব্রাত্যর আরও অভিযোগ, “হিন্দিবলয়ে ওদের ভোট কমেছে। সেটা পূরণ হতে পারে সেভেন সিস্টার থেকে। তাই এটাকে পাখির চোখ করতে চাইছে। আসলে ২০২৪ তাকিয়ে আছে।”

এদিন পথে নেমেও প্রচার করতে দেখা গিয়েছে তৃণমূলের নেতাকর্মীদের। সাংসদ নুসরত জাহান, ফিরহাদ হাকিম, যুব সভানেত্রী সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা শেষলগ্নের প্রচারে দলীয় প্রার্থীদের সমর্থনে ঝড় তুলতে রোড-শো করেছেন।

 

 

Related articles

ভারতীয় সেনার অভিযান নিয়ে অপপ্রচার, চিনের সরকারি সংবাদসংস্থার এক্স হ্যান্ডেল ব্লক নয়াদিল্লির 

পাকিস্তানের পর এবার বেজিংকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ভারতীয় সেনার (Indian Army) 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) নিয়ে লাগাতার...

আন্দামানে ঢুকলো মৌসুমী বায়ু, রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস 

নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে...

দমদমে লাইনচ্যুত বনগাঁ লোকাল, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

হঠাৎ বিপত্তি। দমদম জংশনে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল (Bonga Local)। বুধবার, বেলা ১২টা ১০ নাগাদ ঘটনাটি ঘটে। তবে,...

মুক্ত পূর্ণম কুমার: স্ত্রীকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

পাকিস্তানের সেনার হাতে প্রায় ২০ দিন বন্দি থাকার পরে অবশেষে ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ...
Exit mobile version