Thursday, August 21, 2025

ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ঝুপড়িতে আগু*ন লাগিয়ে মা-মেয়েকে পুড়ি*য়ে মা*রল যোগীর পুলিশ

Date:

ফের নৃশংস ঘটনার সাক্ষী বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। কাঠগড়ায় যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন। কানপুরে পুলিশের উচ্ছেদ অভিযান চলাকালীন আগুনে পুড়ে মৃত্যু হল মা ও মেয়ের। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরের দেহাতে সরকারি জমিতে কোনওরকম আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। সঙ্গে নিয়ে যায় বুলডোজার। একের পর এক ঝুপড়ি বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় তারা।

শুধু তাই নয়, পুলিশ আধিকারিকেরা দাঁড়িয়ে থেকে ঝুপড়িতে আগুন লাগানোর নির্দেশ দেন বলে অভিযোগ। সেই সময় একটি ঝুপড়িতে ছিলেন প্রমীলা দীক্ষিত, তাঁর কন্যা নেহা ও পুত্র শিবম। সেই অবস্থায় তাঁদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয় পুলিশ, দাবি এলাকাবাসীর। সেই আগুনেই ঝলসে-পুড়ে মৃত্যু হয় মা ও মেয়ের। কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন শিবম।

এমন নৃশংস ঘটনার পর জনতা উত্তেজিত পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে দেহাত গ্রামের বাসিন্দারা। যোগী সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছে উত্তরপ্রদেশের বিরোধী দল সপা।

যদিও যোগীর পুলিশের সাফাই দিয়ে জানানো হয়, ওই ঝুপড়িতে আগুন লাগানো হয়নি। মা ও মেয়ে নিজের থেকেই আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে আবার সেই বিবৃতি থেকে সরে এসেছে পুলিশ। নৃশংস এই ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version