Monday, August 25, 2025

২০২৩ এর ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব। ফিফার কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, এ বছরের ১২ থেকে ২২ ডিসেম্বর সেদেশে  ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এ বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। এর ফলে সৌদি আরবকে বিশ্ব ক্রীড়ার অন্যতম কেন্দ্রে পরিণত করার পথে বড় একটি পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকিবহালমহল। এর আগে লিওনেল মেসিকে সৌদি আরবের পর্যটন দূতও করা হয়েছে। এই প্রথমবার ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করবে সৌদি আরব।

প্রসঙ্গত, ২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন করবে তারা। এক সময় মহিলা ফুটবলের ঘোর বিরোধী ছিল সৌদি। এখন মহিলাদের মধ্যেও ফুটবল ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে তারা। ২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ারও ইচ্ছা আছে সৌদি আরবের। এর মধ্যেই ক্লাব বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পেয়ে গেল দেশটি।

২০০০ সালে ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছিল। সৌদি আরব এর ষষ্ঠ আয়োজক। এর আগে ব্রাজিল, জাপান, আরব আমিরাত, কাতার ও মরক্কো ক্লাব বিশ্বকাপের আয়োজন করেছে। কিছুদিন আগেই সৌদি আরবের আরও একটি শীর্ষ ক্লাব আল হিলাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল। সৌদির প্রথম ক্লাব হিসেবে ফাইনালে উঠেছিল আল হিলাল। শেষ পর্যন্ত ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করে ৫-৩ গোলে হেরে যায় তারা। এমনকী, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিল তারা।

 

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version