Tuesday, November 11, 2025

ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি! শহরজুড়ে দাপিয়ে বেরাচ্ছে অ্যা*ডেনোভাইরাস

Date:

কখনও ঠান্ডা, কখনও গরম! ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট। প্রতিবছরই ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর হয়ে থাকে। তবে এবার শহর থেকে গ্রামের চিত্রটা একেবারেই আলাদা।একবার জ্বর হলে তা থাকছে ৭ থেকে ১০ দিন পর্যন্ত।সেইসঙ্গে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট তো রয়েইছে। যার দাপটে কাবু বিশেষত শিশু ও বয়স্করা। চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাডেনোভাইরাস।

অ্যাডেনোভাইরাসের উপসর্গগুলি কী?

বছরের শুরু থেকেই এই ভাইরাসের বাড়বাড়ন্ত বেড়েছে। বায়ুবাহিত এই অ্যাডেনোভাইরাস সাধারণত চোখ, অন্ত্র, মূত্রনালী ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। শুধু তাই নয়, এই ধরনের ভাইরাস আক্রমণ করলে জ্বরের মাত্রা বাড়তে থাকে। নাক দিয়ে কাঁচা জল পড়ার সমস্যাও হানা দিতে পারে। জ্বরের সঙ্গে কনজাংটিভাইটিস থাকতে পারে। ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া দেখা দিতে পারে। অনেকেরই ডায়রিয়া, বমি ও শ্বাসকষ্টের প্রাবল্য বাড়ে। সারা দিন ঘুষঘুষে জ্বর থাকতেও দেখা যায়।

অ্যাডেনোভাইরাসের কারণ কী?

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরবর্তী সময়ে একাধিক ভাইরাস-ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়েছে। অন্তত ১২ ধরনের জীবাণু দাপিয়ে বেড়াচ্ছে। সংক্রমণ ঠেকাতে উচ্চ মাত্রার কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু তা দিয়েও আয়ত্তে সব সময়আনা যায় না সংক্রমণ। এক সময় কেবল শ্বাসকষ্ট বা পেটের সমস্যা ঘটত জ্বরের সঙ্গে, সামাল দেওয়া যেত। এখন আরও বাড়াবাড়ি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, ভুলভাল প্রয়োগ সে সবও ভাইরাসের চরিত্রবদলের জন্য অনেকাংশেই দায়ী।তবে এই ভাইরাসের কোনও উপসর্গ শিশুদের মধ্যে দেখা দিলে অবিলম্বে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version