Sunday, November 9, 2025

ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি! শহরজুড়ে দাপিয়ে বেরাচ্ছে অ্যা*ডেনোভাইরাস

Date:

কখনও ঠান্ডা, কখনও গরম! ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট। প্রতিবছরই ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বর হয়ে থাকে। তবে এবার শহর থেকে গ্রামের চিত্রটা একেবারেই আলাদা।একবার জ্বর হলে তা থাকছে ৭ থেকে ১০ দিন পর্যন্ত।সেইসঙ্গে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট তো রয়েইছে। যার দাপটে কাবু বিশেষত শিশু ও বয়স্করা। চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাডেনোভাইরাস।

অ্যাডেনোভাইরাসের উপসর্গগুলি কী?

বছরের শুরু থেকেই এই ভাইরাসের বাড়বাড়ন্ত বেড়েছে। বায়ুবাহিত এই অ্যাডেনোভাইরাস সাধারণত চোখ, অন্ত্র, মূত্রনালী ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। শুধু তাই নয়, এই ধরনের ভাইরাস আক্রমণ করলে জ্বরের মাত্রা বাড়তে থাকে। নাক দিয়ে কাঁচা জল পড়ার সমস্যাও হানা দিতে পারে। জ্বরের সঙ্গে কনজাংটিভাইটিস থাকতে পারে। ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া দেখা দিতে পারে। অনেকেরই ডায়রিয়া, বমি ও শ্বাসকষ্টের প্রাবল্য বাড়ে। সারা দিন ঘুষঘুষে জ্বর থাকতেও দেখা যায়।

অ্যাডেনোভাইরাসের কারণ কী?

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরবর্তী সময়ে একাধিক ভাইরাস-ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়েছে। অন্তত ১২ ধরনের জীবাণু দাপিয়ে বেড়াচ্ছে। সংক্রমণ ঠেকাতে উচ্চ মাত্রার কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু তা দিয়েও আয়ত্তে সব সময়আনা যায় না সংক্রমণ। এক সময় কেবল শ্বাসকষ্ট বা পেটের সমস্যা ঘটত জ্বরের সঙ্গে, সামাল দেওয়া যেত। এখন আরও বাড়াবাড়ি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, ভুলভাল প্রয়োগ সে সবও ভাইরাসের চরিত্রবদলের জন্য অনেকাংশেই দায়ী।তবে এই ভাইরাসের কোনও উপসর্গ শিশুদের মধ্যে দেখা দিলে অবিলম্বে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version