Sunday, November 9, 2025

আল-কায়দা প্রধানের দায়িত্বে মিশরের প্রাক্তন সেনাকর্মী আদেল, রিপোর্ট পেশ রাষ্ট্রসংঘের

Date:

আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর পর জঙ্গি সংগঠন আল-কায়দা(Al Qaeda) প্রধানের দায়িত্বে এসেছে সইফ আল আদেল (Saif Al Adel)। সম্প্রতি এমন রিপোর্টি প্রকাশ্যে আনল রাষ্ট্রসংঘ(United Nation)। জানা গিয়েছে, এই আদেল কোনও সাধারণ ব্যক্তি নয় মিশরের(Egypt) প্রাক্তন সেনা কর্মী ছিল এই ব্যক্তি। ২০২২ সালে জাওয়াহিরির মৃত্যুর পর আল-কায়েদার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আদেল। আমেরিকার তরফে আদেলের মাথার দাম ধার্য করা হয়েছে ১০ মিলিয়ন ডলার।

জানা গিয়েছে, মিশরের সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছে আদেল। ১৯৭৯ সালে আফগানিস্তানের যুদ্ধেও লড়াই করেছিল সে। পরে ওসামা বিন লাদেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল-কায়েদায় যোগ দেয় সে। ১৯৯৮ সালে তানজানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যেও ছিল আদেলের হাত। তবে জঙ্গি সংগঠনের শীর্ষ পদে আদেলের বসা নিয়ে এখনও কিছু জানানো হয়নি আল-কায়েদার তরফে। তবে সূত্রের খবর, আদেলকে নেতা বলে মেনে নিয়েছেন সকলেই। যদিও সংগঠনের প্রথা অনুযায়ী এখনও আদেলকে ‘এমির’ উপাধি দেওয়া হয়নি। তবে যাবতীয় কাজকর্মে নেতৃত্ব দিচ্ছে সে।

উল্লেখ্য, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দা প্রধানের দায়িত্ব পায় আয়মান আল-জাওয়াহিরি। তবে ২০২২ সালে আমেরিকা দাবি করে আয়মান আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে। যদিও সে দাবি খণ্ডন করে আল-কায়েদার তরফে জানানো হয় সুস্থ ভাবেই বেঁচে রয়েছেন জাওয়াহিরি। কিন্তু রাষ্ট্রসংঘের নয়া রিপোর্ট দাবি করেছে, আর বেঁচে নেই তিনি। বরং সংগঠনের অবিসংবাদী নেতা হিসাবে উঠে এসেছে আদেল।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version