Wednesday, May 7, 2025

অ্যাপের (App) মাধ্যমে পরিচয়। সেখান থেকেই শুরু হয় বার্তালাপ। পরে ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক (Love Relation)। এরপরই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। বিয়ের পর বেশ সুখেই কাটছিল জীবন। কিন্তু আচমকা তাল কাটল মাস ছয়েক পর। শেষমেশ স্বামী জানতে পারলেন যার সঙ্গে তিনি চুটিয়ে সংসার করছেন তিনি একজন কুখ্যাত গ্যাংস্টার (Gangstar)। ভেবে দেখুন তো এমন এক পরিস্থিতির সম্মুখীন হলে কার মাথার ঠিক থাকে? তবে বউ যে গ্যাংস্টার! তাঁর সঙ্গে পাল্লা দেওয়া বড় দুঃসাধ্য কাজ। পাশাপাশি অসম বিধানসভার (Assam Assembly) ভিতর থেকে একটি বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় ২০১৫ নাগাদ জেলেও যেতে হয়েছিল তাঁকে। আর সেই সমস্ত কিছু জেনেই সোজাসুজি আদালতের দ্বারস্থ হন স্বামী। আদালতে গিয়ে বিয়ে বাতিলের আবেদন জানিয়েছেন গুজরাটের (Gujrat) পোরবন্দরের ওই বাসিন্দা। বিষয়টি সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিয়ের কারণে একটি অ্যাপে অ্যাকাউন খুলেছিলেন গুজরাটের পোরবন্দরের বাসিন্দা বিমল কারিয়া (Bimal Kariya)। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় গুয়াহাটির রিতা দাসের (Rita Das)। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শীঘ্রই দুজনেরই মনের মিল হওয়ায় দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। তবে রিতা আগেভাগেই বিমলকে জানিয়েছিলেন, তিনি ডিভোর্সি (Divorcee)। কিন্তু পঞ্চায়েতে বিয়ে হওয়ার কারণে রিতার বিয়ের কোনও কাগজপত্রই নেই। তবে সব কথা বিমলকে জানালেও রিতাকে একেবারেই সন্দেহ হয়নি তাঁর। এরপর আহমেদাবাদে (Ahmedabad) ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন যুগল। এরপর দীর্ঘ ৬ মাস সবকিছু ঠিকঠাকই চলছিল।

কিন্তু আচমকা রিতা একদিন বিমলকে জানান, দেশের বাড়ি অসমে জমিজমা নিয়ে কিছু সমস্যা হয়েছে। তা ঠিক করতে তাঁকে শীঘ্রই গুয়াহাটি যেতে হবে। রিতার আরও দাবি, তাঁর মা ফোন করে তাঁকে আসতে বলছেন। এরমধ্যে সত্যিই অবিশ্বাসের কোনও কারণ ছিল না। এরপরই স্ত্রী রিতাকে অসম পাঠিয়ে দেন বিমল। তবে তিনি ঘুনাক্ষরে টের পাননি এই বোধহয় তাঁদের শেষ দেখা। তারপর আর দেখা মেলেনি রিতার। এরপর স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়ে বিমল জানতে পারেন, রিতার অতীত। তাতেই মাথায় হাত পড়ে বিমলের। জানা যায়, রিতার আসল নাম রেখা চৌহান। ২০০৭ সালে তাঁর বিয়ে হয় অনিল চৌহানের সঙ্গে। অসম বিধানসভার ভিতর থেকে একটি বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় ২০১৫ নাগাদ জেলেও যেতে হয়েছিল তাঁকে।

 

 

 

Related articles

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...
Exit mobile version