Thursday, May 8, 2025

অ্যাপের (App) মাধ্যমে পরিচয়। সেখান থেকেই শুরু হয় বার্তালাপ। পরে ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক (Love Relation)। এরপরই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। বিয়ের পর বেশ সুখেই কাটছিল জীবন। কিন্তু আচমকা তাল কাটল মাস ছয়েক পর। শেষমেশ স্বামী জানতে পারলেন যার সঙ্গে তিনি চুটিয়ে সংসার করছেন তিনি একজন কুখ্যাত গ্যাংস্টার (Gangstar)। ভেবে দেখুন তো এমন এক পরিস্থিতির সম্মুখীন হলে কার মাথার ঠিক থাকে? তবে বউ যে গ্যাংস্টার! তাঁর সঙ্গে পাল্লা দেওয়া বড় দুঃসাধ্য কাজ। পাশাপাশি অসম বিধানসভার (Assam Assembly) ভিতর থেকে একটি বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় ২০১৫ নাগাদ জেলেও যেতে হয়েছিল তাঁকে। আর সেই সমস্ত কিছু জেনেই সোজাসুজি আদালতের দ্বারস্থ হন স্বামী। আদালতে গিয়ে বিয়ে বাতিলের আবেদন জানিয়েছেন গুজরাটের (Gujrat) পোরবন্দরের ওই বাসিন্দা। বিষয়টি সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিয়ের কারণে একটি অ্যাপে অ্যাকাউন খুলেছিলেন গুজরাটের পোরবন্দরের বাসিন্দা বিমল কারিয়া (Bimal Kariya)। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় গুয়াহাটির রিতা দাসের (Rita Das)। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শীঘ্রই দুজনেরই মনের মিল হওয়ায় দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। তবে রিতা আগেভাগেই বিমলকে জানিয়েছিলেন, তিনি ডিভোর্সি (Divorcee)। কিন্তু পঞ্চায়েতে বিয়ে হওয়ার কারণে রিতার বিয়ের কোনও কাগজপত্রই নেই। তবে সব কথা বিমলকে জানালেও রিতাকে একেবারেই সন্দেহ হয়নি তাঁর। এরপর আহমেদাবাদে (Ahmedabad) ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন যুগল। এরপর দীর্ঘ ৬ মাস সবকিছু ঠিকঠাকই চলছিল।

কিন্তু আচমকা রিতা একদিন বিমলকে জানান, দেশের বাড়ি অসমে জমিজমা নিয়ে কিছু সমস্যা হয়েছে। তা ঠিক করতে তাঁকে শীঘ্রই গুয়াহাটি যেতে হবে। রিতার আরও দাবি, তাঁর মা ফোন করে তাঁকে আসতে বলছেন। এরমধ্যে সত্যিই অবিশ্বাসের কোনও কারণ ছিল না। এরপরই স্ত্রী রিতাকে অসম পাঠিয়ে দেন বিমল। তবে তিনি ঘুনাক্ষরে টের পাননি এই বোধহয় তাঁদের শেষ দেখা। তারপর আর দেখা মেলেনি রিতার। এরপর স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়ে বিমল জানতে পারেন, রিতার অতীত। তাতেই মাথায় হাত পড়ে বিমলের। জানা যায়, রিতার আসল নাম রেখা চৌহান। ২০০৭ সালে তাঁর বিয়ে হয় অনিল চৌহানের সঙ্গে। অসম বিধানসভার ভিতর থেকে একটি বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় ২০১৫ নাগাদ জেলেও যেতে হয়েছিল তাঁকে।

 

 

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version