Wednesday, November 5, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এ বার তাপস মণ্ডলকে গ্রেফতার করল । রবিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ঘণ্টা তিনেক তাকে জেরা করা হয়।সিবিআইয়ের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।এরপরই তাকে মেডিক্যাল চেক আপের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।

একই সঙ্গে সিবিআই গ্রেফতার করেছে নিয়োগ দুর্নীতি মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে। এই তাপসের দেওয়া বয়ানের ভিত্তিতেই এর আগে গ্রেফতার করা হয়েছে যুবনেতা কুন্তল ঘোষকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেনের সন্ধান পেয়েছিল সিবিআই এবং ইডি। এর আগেও বহুবার তাপসকে ডেকে পাঠিয়েছিল সিবিআই এবং ইডি।

সিবিআইয়ের তদন্তে জানা যায় মানিক ভট্টাচার্যের পুত্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তাপসের। যদিও তাপস প্রথম থেকেই চাকরিপ্রার্থীদের থেকে বেআইনি ভাবে অর্থ নেওয়ার বিষয়ে নানা তথ্য তদন্তকারীদের দিয়েছেন। চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ লেনদেনের বিষয়ে গোপাল দলপতির নাম সিবিআইকে জানিয়েছিলেন তিনিই। তাপসই বলেছিলেন, তাঁর অফিস থেকে টাকা নিয়ে এজেন্টরা কুন্তলের কাছে পৌঁছে দিতেন এবং সেই টাকার হিসাবও রয়েছে তাঁর কাছে।
এবার তাপস মন্ডলকে গ্রেফতার করে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।সোমবারই তাপসকে আলিপুর আদালতে পেশ করা হবে। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version