Thursday, August 21, 2025

অশা*ন্তি ছড়ানোর চক্রা*ন্তের পর্দা ফাঁস! অডিও ক্লিপ পোস্ট করে জালে বিজেপি কর্মী

Date:

কোচবিহারের ভেটাগুড়িতে যখন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ চলছে, তখনই ফেসবুকে ভাইরাল অডিও (Facebook Viral Audio) ক্লিপ। আর সেখানেই দুই ব্যক্তির কথোপকথন প্রকাশ্যে আসছে। বিজেপির (BJP) অভিযোগ, তৃণমূল নেতা তাঁর নিয়ন্ত্রণে থাকা দুষ্কৃতীকে অশান্তি ছড়ানোর নির্দেশ দিচ্ছেন। সেই অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। ঘটনার তদন্ত শুরু হতেই বিজেপির অশান্তি ছড়ানোর চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেল। ওই অডিও পোস্ট করার দায়ে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে কোচবিহার (Coochbehar) থানার পুলিশ। অভিযোগ, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই ওই অডিও ক্লিপ নিজের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করেছিলেন তপন বর্মন (Tapan Barman) নামে ওই বিজেপি কর্মী। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার (Sumit Kumar) জানিয়েছেন, তপন বর্মনকে হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কে কে জড়িত তা জানতে চাইবে পুলিশ।

ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি চলছে তৃণমূলের। সেই কর্মসূচি চলাকালীন একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি করার ‘নিদান’ দিতে শোনা যাচ্ছে। অডিও ক্লিপিটিতে একজন অপরজনকে বলছেন, “ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে হবে। গুলি এমনভাবে চালাব যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। পুলিশের উপর বেশি কিছু করার দরকার নেই। কেন্দ্রীয় বাহিনীর মাথার উপর একটা ফায়ার করলে কাজ হয়ে যাবে। দু’একটা মরলে তারপর আমরা ডিএম অফিসে বসব। এমনই কথা হয়েছে।” যদিও কথাটি কে কাকে বলেছেন স্পষ্ট হয়নি। অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

এই অডিও ক্লিপটি প্রথম পোস্ট করেন তপন বর্মন নামে ওই বিজেপি কর্মী। বিজেপির পক্ষ থেকে এটা তৃণমূল মিতার অডিও ক্লিপ বলে অভিযোগ করা হয়। তদন্ত নেমে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় অশান্তি ছাড়ানো এবং উস্কানি দেওয়ার জন্যই এই পোস্ট বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি-সিপিএম নিজেরা অশান্তি ছড়াচ্ছে, আর তৃণমূলকে দোষী করার ষড়যন্ত্র করছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version