Wednesday, November 5, 2025

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গল এফসির। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নাওরেম মহেশ সিং। ডার্বির আগে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। লিগের এক নম্বর দল মুম্বই সিটিকে হারিয়ে আগামী শনিবার যুবভারতীতে ডার্বিতে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ক্লেটন সিলভারা। আইএসএলে এবার হাফ-ডজন জয় ইস্টবেঙ্গলের। রবিবার মুম্বই সিটিকে তাদের মাঠে ১-০ গোলে হারাল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ক্লেটনের পাস থেকে জয়সূচক গোল নাওরেম মহেশ সিংয়ের। দুই প্রধানের মধ্যে ইস্টবেঙ্গলই প্রথম আইএসএলে মুম্বইকে হারানোর কৃতিত্ব দেখাল। এই জয়ে লিগ টেবলে ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ফের ন’নম্বরে উঠল ইস্টবেঙ্গল।হারলেও শীর্ষে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল মুম্বই।

আইএসএলে লিগ-শিল্ড জিতে ফেলায় মুম্বই সিটি এফসি শেষ দুই ম্যাচে নিজেদের শক্তিক্ষয় করতে চায়নি। তাই বেঙ্গালুরু এফসি-র পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ ম্যাচেও পূর্ণশক্তির দল নামায়নি মুম্বই। তবে ইস্টবেঙ্গল এদিন লড়াকু ফুটবল উপহার দিয়ে মুম্বইয়ের ডেরা থেকে জয় ছিনিয়ে আনল।

এদিন চেনা ছন্দে দেখা যায়নি মুম্বইকে। প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হয়। ইস্টবেঙ্গলও পাল্টা প্রতিআক্রমণে মুম্বই রক্ষণকে বিব্রত করে গিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল আধিপত্য নিয়ে খেলে। ৫২ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে স্টিফেনের দল। ক্লেটনের পাস থেকে নাওরেম মহেশ সিংয়ের বাঁ-পায়ের শট জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা করে মুম্বই। কিন্তু বারদুয়েক লাল-হলুদের ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক কমলজিৎ সিং। এর মধ্যেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু অন্তত দু’টি ক্ষেত্রে সহজতম গোলের সুযোগ নষ্ট করেন সুহের।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দুই টেস্ট এবং একদিনের সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, রাহুলকে শাস্তি বোর্ডের

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version