Wednesday, November 5, 2025

‘দেশের ইতিহাসে বিরল’! ‘আসল শিবসেনা’ বিতর্কে বিস্ফো*রক দাবি রাউতের

Date:

শিবসেনা (Shiv Sena) দলের নাম এবং তীর-ধনুক প্রতীক কেনার জন্য ২ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। এই বিষয়ে প্রমাণ রয়েছে এবং খুব শীঘ্রই তা প্রকাশ্যে আনব। দেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উদ্ধব শিবিরের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। রাজ্যসভার সাংসদের দাবি, আমার কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে শিবসেনার নাম এবং প্রতীক পেতে ২ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। এটা একটা প্রাথমিক পরিসংখ্যান, তবে, বিষয়টি ১০০ শতাংশ খাঁটি। খুব শীঘ্রই অনেক কিছু সামনে আসবে। উল্লেখ্য, কারা ‘আসল শিবসেনা’, এই নিয়ে দলের দুই গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যে বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রাউত।

রবিবার নিজের অ্যাকাউন্ট থেকে টুইট (Tweet) করে রাউত বলেন, একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরের এক নেতাই তাঁকে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পাশাপাশি সেই লেনদেন সংক্রান্ত নথিও নিজের টুইটার অ্যাকাউন্টে তুলে দিয়েছেন সঞ্জয়। তিনি জানিয়েছেন, আমি বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি শিবসেনা নাম ও প্রতীক পাওয়ার জন্য দুই হাজার কোটির একটি ডিল (Deal) হয়েছে। এটা প্রাথমিক তথ্য এবং তথ্য একেবারে খাঁটি। আগামীদিনে আরও বিস্ফোরক তথ্য পেশ করব। ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও একটি দলে প্রতীক ও নাম পেতে এই বিশাল পরিমাণ টাকার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার, শিবসেনা দলের নাম এবং তীর-ধনুক প্রতীক ব্যবহারের অধিকার শিবসেনার একনাথ শিন্ডে শিবিরকে দিয়েছিল নির্বাচন কমিশন। সঞ্জয় রাউত দাবি করেছেন, কমিশনের সেই সিদ্ধান্ত আসলে একটি চুক্তি ছিল। ২ হাজার কোটি টাকার বিনিময়ে সেই চুক্তি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, শিন্ডে গোষ্ঠীর ঘনিষ্ঠ এক নির্মাণ ব্যবসায়ী তাঁকে এই তথ্য দিয়েছেন। তবে শিন্ডে শিবির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version