Sunday, November 9, 2025

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)বিষ্ণুপুরে তৃণমূল নেতা (TMC Leader) খু*নে গ্রেফতার বিজেপি নেতা। তৃণমূলের বুথ সভাপতি খুনে মূল অভিযুক্ত বিজেপির অঞ্চল আহ্বায়ক ভাস্কর মাল (Bhaskar Mal) গ্রেফতার। পুরনো আক্রোশের জেরে খুন বলেই অনুমান পুলিশের। তবে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে এলাকার দখল নিতেই দক্ষ সংগঠক বলে পরিচিত তৃণমূলের বুথ সভাপতি সাধনকে খুন করেছে বিজেপি, দাবি শাসক দলের।

গতকাল, রবিবার সন্ধ্যেয় তিন দুষ্কৃতী আচমকা বাইকে করে এসে এলোপাতাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয় দক্ষিন ২৪ পরগনার জেলার বিষ্ণুপুরের তৃণমূল নেতা সাধন মন্ডলকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের চালকের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। আর যে দুই দুষ্কৃতী গুলি চালিয়েছে, তাদের মুখ ঢাকা ছিল না। তারা এলাকার নয়। তা থেকেই পুলিশের অনুমান তৃণমূল নেতাকে খুন করতে ভাড়াটে খুন লাগানো হয়েছিল। যারা শার্প শুটার। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চম্পট দেয় তারা।

এই ঘটনার পরই পাঁচজন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। তারা প্রত্যেকেই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বিজেপিও কর্মী হিসেবে পরিচিত। এই খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন সাধনের ভাইপো খোকন মন্ডল।

তৃণমুল কংগ্রেসের আঁধারমানিক অঞ্চলের সভাপতি পিন্টু সর্দার অভিযোগ করেন, একাধিকবার সাধনকে হুমকি দেওয়া হয়েছে। সাধনকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সাধনকে দলে নিয়ে পঞ্চায়েত ভোটের আগে এলাকায় নিজেদের সংগঠন শক্তিশালী করতে চাইছিল বিজেপি।

এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বলেন, “এলাকায় দক্ষ সংগঠক ছিল সাধন। পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে খুন করে এলাকায় বিজেপি মানুষের মনে ভয় ধরিয়ে সংগঠনের ভিত শক্ত করতে চাইছে। এই ঘটনার পিছনে বিজেপির যোগ আছে। আগে এলাকায় যারা সিপিএম করত তারাই এখন বিজেপি করছে। তারাই এই খুন করিয়েছে”।

অবশেষে বিজেপির অঞ্চল কনভেনরকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বিজেপি নেতা ভাস্করের বাড়িতেই খুনের আগে মিটিং করে খুনিরা। এরপর ভাস্কর ভাড়াটে খুনিদের সঙ্গে এসেই স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা তৃণমূল নেতা বুথ সভাপতিকে চিনিয়ে দেয়। পুলিশের অনুমান, মুখে রুমাল ঢাকা বাইক চালক-ই আসলে বিজেপি নেতা ভাস্কর মাল।

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version