Wednesday, November 5, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেঘালয় সফরের আগেই বিপত্তি।বিজেপির সঙ্গে এনপিপির গাঁটছড়া ভাঙতেই পিএ সাংমা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে জনসভা করার অনুমতি দিল না মেঘালয় সরকার। ক্রীড়া দফতর বিজেপিকে জানিয়েছে, স্টেডিয়ামের নির্মাণকাজ এখনও চলছে। সেই কারণেই প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন সেখানে করা যাবে না।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নির্বাচনী এলাকা দক্ষিণ তুরা।মেঘালয় সরকার অনুমতি না দেওয়ার পরই ভোটমুখী রাজ্যে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্য বিজেপি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে বিষয়টি নিয়ে।তাদের বক্তব্য, ক্ষমতাসীন ন্যাশালান পিপিলস পার্টি, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যে বিজেপির উত্থান আটকাতে চাইছে। সেই কারণে মোদির জনসভার অনুমতি দিতে চাইছে না। প্রধানমন্ত্রীর আগামী ২৪ ফেব্রুয়ারি শিলং ও তুরায় নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা।

জেলা নির্বাচনী আধিকারিক স্বপ্নিল টেম্বে বলেছেন, ক্রীড়া দফতর জানিয়েছে যে স্টেডিয়ামে এত বড় সমাবেশের আয়োজন করা সম্ভব নয়।কারণ, এখনও সেখানে নির্মাণ কাজ চলছে।প্রসঙ্গত, ১২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটি গত বছরের ১৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ঋতুরাজ সিনহার বক্তব্য, উদ্বোধনের দু’মাস পরে কীভাবে একটি স্টেডিয়ামকে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য “অসম্পূর্ণ এবং অনুপলব্ধ” ঘোষণা করা হয়।তিনি বলেন, কনরাড সাংমা ও মুকুল সাংমা কি বিজেপিকে ভয় পাচ্ছেন? মেঘালয়ে বিজেপির ঢেউ ঠেকানোর চেষ্টা করছেন তারা। আপনারা প্রধানমন্ত্রীর সমাবেশ বন্ধ করার চেষ্টা করতে পারেন, কিন্তু রাজ্যের মানুষ বিজেপিকে সমর্থন করার জন্য প্রস্তুত।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version