SFI-এর বিক্ষো*ভে ধু*ন্ধুমার কলেজ স্ট্রিট, রাজনৈতিক সৌজন্য TMCP-এর

এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে (CU) টার্গেট করল এসএফআই। ক্যাম্পাসে দাঁড়িয়ে সেই ছাত্রভোটের দাবিতে সরব হন এসএফআই সদস্য়রা। অশান্তি তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

অশান্ত হল কলেজ স্ট্রিট, ছাত্র ভোটের দাবিতে ধুন্ধুমার বাঁধে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)ক্যাম্পাসে। সপ্তাহের প্রথম ব্যস্ত দিনে এসএফআই-এর (SFI)কর্মসূচিতে নাকাল সাধারণ মানুষ। কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা কলেজ স্ট্রিটকে (College Street)অবরুদ্ধ করে অশান্তি তৈরির চেষ্টা বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এদিন বিশ্ববিদ্যালয়ে (University of Calcutta) গেট আটকে এসএফআইয়ের মিছিল আটকানোর চেষ্টা করা হয়। এমনকি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু গেট ভেঙে ভেতরে প্রবেশ করে SFI-এর মিছিল। এই সময়ে সেখানে উপস্থিত ছিলেন TMCP- এর সদস্যরা। পুরোপুরি রাজনৈতিক সৌজন্য বজায় রাখে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে (CU) টার্গেট করল এসএফআই। ক্যাম্পাসে দাঁড়িয়ে সেই ছাত্রভোটের দাবিতে সরব হন এসএফআই সদস্য়রা। অশান্তি তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তৃণমূল ছাত্র সংসদের দাবি, এই মুহূর্তে ভোট হলে বামেদের হারিয়ে কলকাতার প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল জিতবে। পাশাপাশি এই মিছিলকে অধিকাংশ পড়ুয়াই সমর্থন করে না বলেই জানান TMCP-এর সদস্যরা। তাঁরা জানান ক্য়াম্পাসের পড়ুয়াই নয় এমন লোকজনকে নিয়ে মিছিল করেছে বাম ছাত্র সংগঠন।