Sunday, November 2, 2025

তারকেশ্বরের বুল্টি রায়। সিঙ্গুর থানার অস্থায়ী মহিলা পুলিশ কর্মী বুল্টি। দুই সন্তানের মা। বাস্তাবায়িত করেছেন নিজের স্বপ্নকে। সম্প্রতি কলকাতার অ্যাথলেটিক অফ ইন্ডিয়ায় পাঁচটি বিভাগে পাঁচটি সোনা জিতেছেন। হাতে সোনার পদক উঠে এলেও বুল্টির লড়াই কঠিন। বুল্টির এখন লক্ষ‍্য এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে সোনার পদক জয়।

তারকেশ্বর পৌরসভার ১০নং ওয়ার্ডের জয় কৃষ্ণ বাজার এলাকায় বাসিন্দা বুল্টি। ছোটবেলা থেকেই স্বপ্ন বড় অ‍্যাথলেট হওয়া। ৬ বছর বয়স থেকেই শুরু হয়েছে সেই লড়াই। তবে স্বপ্নকে সত‍্যি করতে গেলে যে অনেক কষ্টের পথ পেরতে হবে তা জানত বুল্টি। খেতমজুরের পরিবার থেকে উঠে আসা বুল্টি ২ সন্তানের মা। হাওড়া – তারকেশ্বর ট্রেনের এক রেল হকারের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।  সম্প্রতি  চুক্তিভিত্তিক সিঙ্গুর থানার হোমগার্ড হিসেবে কাজ করছেন। প্লাস্টিকের ছাউনি দেওয়া জীর্ণ বাড়িতে আশার আলো দেখেন বুল্টি। স্বপ্ন দেখেন দেশের হয়ে সোনা জয়। প্লাস্টিকের ওই ছাউনি দেওয়া বাড়িতে রয়েছে অগুনতি পদক ও মাণপত্র। সংসার এবং পুলিশের চাকরি সামলে দাঁতে দাঁত চেপে সেই স্বপ্নকে পূরণ করতে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি।

বুল্টির এই সাফল্যে সিঙ্গুর থানা গর্বিত। তাদের পক্ষ থেকে সম্বোধনা এবং অর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বুল্টির দিকে। তাদের লক্ষ‍্য বুল্টির আগামিদিনের স্বপ্নকে বাস্তবায়িত করা।

২০২২ সালেও নাসিকে সেকেন্ড ন্যাশনাল ভেটারেন্স স্পোর্টস এন্ড গেমস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৫টি বিভাগে সোনা জিতেছিলেন। এছাড়াও রাজ্যের অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোশিয়েশনে সোনা অর্জন করেছিলেন বুল্টি। বুল্টির এখন লক্ষ‍্য এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে সোনার পদক জয়।

আরও পড়ুন:বিশাল চমক, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ!

 

 

 

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version